শান্ত জানেন না ব্যাটিং অর্ডারের পরিবর্তন, জানেন ‘কোচ-অধিনায়ক’
আরও একবার ব্যাটিং অর্ডারে রদবদল। আরও একবার ব্যাটিং বিপর্যয়। আবারও লজ্জাজনক এক হার। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে আলোচনা করতে চাইলে এই কথাগুলোই বলতে হবে বারবার করে। বিশ্বকাপের তৃতীয় ম্যাচ হেরে বাংলাদেশের অবস্থা এখন বেশ নড়বড়ে। পয়েন্ট টেবিলের ৬ নাম্বারে থাকলেও রানরেটের কারণে অস্বস্তিতে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে আবারও এসেছে ব্যাটিং অর্ডার প্রসঙ্গ। প্রতি ম্যাচেই ঘটছে এমন ওলট পালট। কিন্তু কেন এমন হচ্ছে? এই প্রশ্নে শান্ত বলেন, ‘এটা কোচ ও ক্যাপ্টেন বলতে পারবে। আমরা যারা ব্যাটিং করি, সবাই জানি কে কখন ব্যাটিং করবে। এর পেছনে কারণটা কোচ ও ক্যাপ্টেনই বলতে পারবে।’
ওপেনারদের ব্যাট থেকে রান নেই। এশিয়া কাপ, নিউজিল্যান্ড সিরিজের পর বিশ্বকাপেও চলছে এমন ব্যর্থতা। ইনিংস শুরুর এমন ব্যর্থতার কারণ নিয়ে সদুত্তর নেই শান্তর কাছেও, ‘প্রতিদিনই তো পরিকল্পনা করা হয়, কীভাবে আমরা ভালো করতে পারি। তবে আমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে, আমাদের আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত।
সমস্যা সমাধানে শান্তর কাছে উত্তর একটাই, দায়িত্ব নিয়ে ব্যাট চালানো, 'টপ অর্ডারে অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। যেহেতু নতুন বল, ওটার কারণেই আমরা ওপরে ব্যাট করি, তাই এটা আমাদের দায়িত্ব। সবাই সবার রোলটা জানে, আমার মনে হয় যে, এখানে স্কিল খুব একটা ম্যাটার করে না। তাই আরেকটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত।'
এসএইচ/জেএ