কিছু সময় আল্লাহ-বিল্লাহ করেও উইকেট পাওয়া যায় না: মুস্তাফিজ
বিশ্বকাপের আগে পরিসংখ্যান জানিয়েছিল, বিশ্বের সবচেয়ে সেরা পেস বোলিং বিভাগের তালিকায় বাংলাদেশ দ্বিতীয়। বিগত দুই বছরে বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের অধীনে নিজেদের নতুন করে ফিরে পেয়েছিলেন বাংলাদেশের পেসাররা। স্পিন নির্ভর বাংলাদেশ শুরু করেছিল পেস বিভাগ নিয়ে স্বপ্ন দেখা।
কিন্তু বিশ্বকাপ শুরু হতেই যেন মুদ্রার উল্টোপিঠ দেখতে হলো। ইংল্যান্ডের বিপক্ষে শরীফুল ইসলামের ৪ উইকেট বাদ দিলে পেস বিভাগ থেকে আসেনি বড় কিছু। সেই ম্যাচেও অবশ্য শরীফুল রান দিয়েছেন অকাতরে। পেস বোলিং নিয়ে প্রশ্ন উঠতেই বিরক্তিও দেখিয়েছিলেন তাসকিন। ম্যাচশেষে সেই তাসকিনকে নিয়ে জানতে চাইতেই মুস্তাফিজ বললেন, ‘ও তো খারাপ বোলিং করেনি আজকে। ভালো-খারাপ মিলিয়েই তো।’
তাসকিন উইকেট পাচ্ছেন না তার আসলে কি হয়েছে এমন প্রশ্নে মুস্তাফিজের সহজ জবাব, ‘কিছু সময় বোলিং করলেই দেখবেন উইকেট পাবেন। কিছু সময় আল্লাহ-বিল্লাহ করেও উইকেট পাওয়া যায় না।’
ম্যাচে মাঝের সময়ে বোলিংয়ে আসলে কি ভালো হতো মুস্তাফিজের জবাব, ‘ওখানে অধিনায়ক যেটা ভালো মনে করেছে সেটাই। অধিনায়ক যেটা করেছেন, সেটাই ভালো। যে বোলিং করেছে ওখানে, সে তো উইকেট পেতে পারতো। ’
আরও পড়ুন
ব্যাটারদের পারফরম্যান্স আর বোলারদের হতাশার প্রশ্নে মুস্তাফিজ বলেন, ‘আশা করি সামনে ভালো দিন আসছে। সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি এই আর কী। আমরা পেসার পাঁচজন সবসময় একসঙ্গে থাকি। আলাপ-আলোচনা করি।’
বিশ্বকাপের তিন ম্যাচ শেষে এই মুহূর্তে বাংলাদেশের পয়েন্ট মাত্র ২। রানরেটেও বেশ অনেকটাই পিছিয়ে টাইগাররা। পরের দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সব গুছিয়ে এখন পেসারদের ফর্মে ফেরার প্রার্থনাই হয়ত করবেন টাইগার ক্রিকেটের ভক্তরা।
এসএইচ/জেএ