পাকিস্তান ম্যাচের আগে কোহলির প্রতি বোল্টের বার্তা
রাত পোহালেই ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত এক ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। অংশগ্রহণকারী দুই দেশ ছাপিয়ে এই ম্যাচের উত্তেজনা পৌঁছে গিয়েছে অন্যান্য দেশেও। বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বার্তা দিয়েছেন উসাইন বোল্টও।
ভারত-পাকিস্তান ম্যাচের আগে বিশ্বের দ্রুততম মানবের পক্ষ থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছেন বিরাট কোহলি। বোল্ট অ্যাথলেটিক্সের মানুষ হলেও বিশ্বের অন্যান্য খেলার দিকেও নজর থাকে তার। অবসরের পর পেশাদার ফুটবলেও নাম লিখিয়েছিলেন। এক সময় অ্যাথলেটিক্সের পাশাপাশি ক্রিকেট খেলতেন। এখনও সময় পেলে ক্রিকেট দেখেন।
— Usain St. Leo Bolt (@usainbolt) October 13, 2023
এবার ওয়েস্ট ইন্ডিজ নেই বিশ্বকাপে। তাতে অবশ্য বোল্টের ক্রিকেটপ্রেমে ভাটা পড়েনি। সময় পেলে চোখ রাখছেন টেলিভিশনের পর্দায়। কোহলির ব্যাটিংয়েরও ভক্ত বোল্ট। পাকিস্তান ম্যাচের আগে জামাইকার প্রাক্তন অ্যাথলেট লিখেছেন, ‘এই যে কোহলি তোমার ডাইভ দেখেছি। তুমি পিচে দ্রুততম হতে পারো, আমি কিন্তু বাতাসে দ্রুততম। তোমার পরের খেলাও দেখব। ফাটিয়ে দাও।’
বোল্ট এবং কোহলির ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করে একই প্রস্তুতকারী সংস্থা। মূলত সেই সংস্থার উদ্যোগেই কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট ভক্ত বোল্ট। বোল্টকে উত্তর দিয়েছেন কোহলিও। কোহলি লিখেছেন, ‘আগামীকালের বড় ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি। অতিরিক্ত কয়েকটা ১০০ মিটার স্প্রিন্ট শেষ করেছি।’
জেএ