নেইমারের মাথায় পপকর্ন ছুড়ে মারলেন দর্শক (ভিডিও)
২০১৫ সালের পর ঘরের মাঠে বলতে গেলে অপ্রতিরোধ্য ব্রাজিল। বিশেষ করে বিশ্বকাপ বাছাইপর্বে। কিন্তু এবার হোঁচট খেতে হয়েছে ভেনেজুয়েলার কাছে। এগিয়ে থেকেও ড্র নিয়ে সন্তুষ্ট হচ্ছে থাকতে হচ্ছে স্বাগতিকদের।
আজ (শুক্রবার) সকালে অ্যারেনা পান্তানালে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। গাব্রিয়েল ব্রাজিলকে এগিয়ে নেওয়ার পর এদুয়ার্দ বেলো ভেনেজুয়েলাকে সমতায় ফেরান।
দ্বিতীয়ার্ধের ৪৮তম মিনিটে পায়ের কারিকুরিতে জায়গা বের করে নেওয়ার পর নেইমারের শট ফিস্ট করে আটকান গোলরক্ষক। দুই মিনিট পরই কাঙ্ক্ষিত গোল আদায় করে নেয় টানা দুই ম্যাচ জিতে আসা ব্রাজিল। নেইমারের কর্নার থেকে গতিময় হেডে জাল খুঁজে নেন গাব্রিয়েল।
আরও পড়ুন
কোণঠাসা ভেনেজুয়েলা দারুণভাবে ঘুরে দাঁড়ায় বেলোর দুর্দান্ত গোলে। জেফারসন সাভারিনোর ক্রসে ওভারহেড কিকে লক্ষ্যভেদ করেন বেলো। পোস্টের নিচে এদেরসনের কিছুই করার ছিল না। বাকিটা সময়ে নেইমাররা পারেনি গোল করতে। তাতে চলতি বাছাইয়ে জয়ের ধারায় ছেদ পড়ে ব্রাজিলের।
— Roy Nemer (@RoyNemer) October 13, 2023
এদিন ম্যাচের পর ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ড্রেসিংরুমে ফেরার পথে দর্শকের তোপের মুখে পড়েন নেইমার। তার ওপর পপকর্ন ছুড়ে মারেন এক দর্শক। তাতে ক্ষিপ্ত হয়ে উঠেন নেইমার, সেই দর্শককে উদ্দেশ্য করে বাক্যবিনিময় করতে দেখা যায়। যদিও পরিস্থিতি খুব বেশি উত্তপ্ত হয়নি।
বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলে এই প্রথম পয়েন্ট হারাল ব্রাজিল। প্রথম দুই ম্যাচে সহজ জয় পেয়েছিল তারা। পয়েন্ট হারানোর ফলে টেবিলের দুইয়ে থাকল সেলেসাওরা। দিনের আরেক ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা।
এফআই