ভারত-পাকিস্তান ম্যাচের আগে মেগা আয়োজন, পারফর্ম করবেন অরিজিৎ সিং
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। কিন্তু আগামী শনিবারের (১৪ অক্টোবর) ভারত-পাকিস্তান ম্যাচের আগে মেগা সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সেই অনুষ্ঠানে পারফর্ম করবেন অরিজিৎ সিং।
আহমেদাবাদে ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়। তার আগে দুপুর ১টায় শুরু হবে এই সঙ্গীতানুষ্ঠান। অরিজিৎ সিং ছাড়াও বিশ্বকাপের সেরা বক্স অফিসকে কেন্দ্র করে চাঁদের হাট বসবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ম্যাচ দেখতে আসার কথা অমিতাভ বচ্চন, রজনিকান্ত, শচীন টেন্ডুলকারের মতো তারকাদের। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে গোল্ডেন কার্ড।
এরইমধ্যে দুদলই পৌঁছে গেছে আহমেদাবাদে। শুক্রবার (১৩ অক্টোবর) তারা নামবে অনুশীলনে।
এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ভক্তদের মধ্যে উন্মাদনা বেড়েই চলছে। গুজরাটের সব হোটেল শতভাগ বুকিং হয়ে গেছে; জায়গা না পেয়ে হাসপাতালগুলোতে ঠাঁই নিয়েছেন অনেকে! যাদের বেশিরভাগ চেক-আপ করার কথা বলে হাসপাতালের সিট ভাড়া নিচ্ছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, পশ্চিম ভারতের শহর আহমেদাবাদে ক্রিকেটীয় উত্তেজনার পারদ চরমে পৌঁছে গেছে। ভারত-পাকিস্তান ম্যাচের আগমুহূর্তে এক রাতের জন্য হাসপাতালে বুকিং দিচ্ছেন অসংখ্য মানুষ। কারণ হিসেবে তারা স্বাভাবিক চেক-আপের কথা উল্লেখ করছেন। স্থানীয় গণমাধ্যমকে চিকিৎসকরা জানিয়েছেন, কৌশলে বেশিরভাগ মানুষ চেক-আপ প্যাকেজ এবং তার সঙ্গে কম খরচে রাতে থাকার সুবিধা নিতে হাসপাতালগুলোকে বেছে নিচ্ছে। যেখানে হোটেলের সিটের ভাড়া ২০ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
আহমেদাবাদ মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তুষার প্যাটেল বলছেন, ‘কিছু কিছু ক্ষেত্রে আমরা বড় সংখ্যক মানুষদের দেখছি ভারত-পাকিস্তান ম্যাচের কাছাকাছি সময়ে হেলথ চেক-আপের সময় নির্ধারণ করেছে। একই সময়ে তারা হাসপাতালেও থাকতে চায়।’
জেডএস