ভারত-পাকিস্তান ম্যাচের জন্য থাকছে ‘বিশেষ ট্রেন’
ভারতে পুরোদমে চলছে বিশ্বকাপের উন্মাদনা। ইতোমধ্যে ৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে, যেখানে ন্যূনতম এক ম্যাচ করে খেলেছে সব দলই। চলমান বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ও হাইভোল্টেজ ম্যাচ ধরা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানের লড়াইকে। আগামী ১৪ অক্টোবর (শনিবার) গুজরাটের আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। যার জন্য আগ্রহের কমতি নেই দর্শকদের। এ জন্য তাদের যাতায়াতের সুবিধার্থে একটি বিশেষ ট্রেন চালুর কথা জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এই তথ্য জানিয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, আগামী শনিবার এক জোড়া বিশেষ ট্রেন মুম্বাই থেকে আহমেদাবাদের উদ্দেশে পরিচালিত হবে। এর আগে মোদী স্টেডিয়ামে হওয়া উদ্বোধনী ম্যাচে বেশিরভাগ অংশই ফাঁকা ছিল গ্যালারির। তবে ভারত-পাকিস্তান ম্যাচে ‘হাউজফুল’ হওয়ারই সম্ভাবনা বেশি। এক লাখ ৩২ হাজার ধারণক্ষমতা সম্পন্ন ভেন্যুটি বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়ামগুলোর একটি।
সংবাদমাধ্যমটি বলছে, আজকের মধ্যে (বৃহস্পতিবার) ট্রেন দুটির টিকিট বুকিং করতে হবে। এরপর আগামীকাল (শুক্রবার) রাত সাড়ে ৯টা এবং রাত ৪টায় চলবে ট্রেন দুটি। যা যথাক্রমে আহমেদাবাদে পৌঁছাবে ভোর সাড়ে ৫টা এবং দুপুর সোয়া ১২টায়। ওইদিন স্থানীয় সময় দুপুর ২টায় ভারত-পাকিস্তানের ম্যাচটি শুরু হবে।
— Express Sports (@IExpressSports) October 11, 2023
এর আগে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছিল, ভারত-পাকিস্তানের মাঠের লড়াইয়ের আগে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হতে পারে। ম্যাচ শুরুর আগে জমকালো এই অনুষ্ঠানের ব্যাপ্তি হবে আধাঘণ্টার। ইতোমধ্যে ম্যাচটির নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ১১ হাজার ভারতীয় নিরাপত্তাকর্মী। বিশ্বকাপ শুরুর আগে গোল্ডেন টিকিট তুলে দেওয়া হয়েছে শচীন টেন্ডুলকার, দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত এবং বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের হাতে। ওই ম্যাচে তারা তো উপস্থিত থাকবেনই, সেই সঙ্গে বেশ কয়েকজন ভিআইপি ব্যক্তিও হাজির থাকবেন বলে জানা গেছে।
আরও পড়ুন
বলিউড তারকাদের নিয়ে অনুষ্ঠানটি শুরু হবে দুপুর ১২টা ৪০ মিনিটে। শেষ হবে ১টা ১০ মিনিটে। এরপরই দুই দেশের ক্রিকেটাররা মাঠে নামবেন। দুই দলকে মাঠে নিয়ে যাওয়ার জন্য মাসকট হিসেবে তাদের সঙ্গে থাকবে শিশুরা। তবে অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন সেটি প্রকাশ করেনি সংবাদমাধ্যমগুলো। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশনের কথা ছিল কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে, গায়ক ও সংগীত পরিচালক শঙ্কর মহাদেভান, কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিংয়ের। এছাড়া নাচ পরিবেশনে রণবীর সিং ও তামান্না ভাটিয়ার অংশ নেওয়ার খবর শোনা গিয়েছিল।
ইতোমধ্যে ভারত-পাকিস্তান ম্যাচ সরাসরি দেখতে দেশটিতে উড়াল দিচ্ছেন পিসিবি সভাপতি জাকা আশরাফ। ভিসা জটিলতায় পাকিস্তানের ভক্ত ও সাংবাদিকরা এখনও ভারতে প্রবেশ করতে পারেননি। তবে এর ভেতরই জানা গেছে, পাকিস্তানের ২০-২৫টি মিডিয়াকে আহমেদাবাদে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে।
এএইচএস