মিরাজকে চ্যালেঞ্জ সাকিবের, জিতলেন কে?
এক জয় ও এক হারের মিশ্র অনুভূতি নিয়ে ধর্মশালা থেকে চেন্নাইয়ে গেছে বাংলাদেশ। ধর্মশালায় শুরুটা হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে। তবে দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে বড় ধাক্কা খেয়েছে সাকিবরা। ব্যাটে-বলে বিবর্ণ দিনে হারতে হয়েছে ১৩৭ রানের বড় ব্যবধানে। যার ছাপ পড়েছে রাউন্ড রবিন লিগের পয়েন্ট টেবিলেও।
তবে সেই ক্ষত ভুলতে না ভুলতে টাইগারদের সামনে এখন নতুন চ্যালেঞ্জ নিউজিল্যান্ড। যে কারণে আজ (বুধবার) সকালেই ধর্মশালা থেকে পরের ম্যাচের ভেন্যু চেন্নাই পৌঁছে গেছে বাংলাদেশ দল। শুক্রবার চেন্নাইয়ের চিদাম্বারম স্টেডিয়ামে কিউইদের মোকাবিলা করবে টাইগাররা।
আরও পড়ুন
ইংলিশদের বিপক্ষে ভরাডুবি নিয়ে মাঠের বাইরে অনেক সমালোচনা হচ্ছে। তবে বাংলাদেশ শিবিরে সেই আঁচ লাগতে দিচ্ছেন না অধিনায়ক সাকিব আল হাসান। চেন্নাইগামী বিমানে চড়ে সতীর্থ মেহেদী হাসান মিরাজের সঙ্গে মেতে উঠলেন দাবা খেলায়।
Mehidy Hasan Miraz accepts his captain’s challenge to a game of chess on the flight to Chennai. #BCB | #Cricket | #CWC23
Posted by Bangladesh Cricket : The Tigers on Wednesday, October 11, 2023
বিসিবির শেয়ার করা ছবিটির ক্যাপশনে বলা হয়, অধিনায়ক সাকিবের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন মেহেদী মিরাজ। তবে দুই সতীর্থের লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিততে পেরেছে সেটি জানা সম্ভব হয়নি অবশ্য।
বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে হারের পরও হাল ছাড়ছেন না সাকিব। অকপট জানালেন, ‘আমরা ভালো পরিকল্পনা করেছিলাম; কিন্তু সে অনুযায়ী খেলতে পারিনি।’ এখনই হতাশ হতে চান না সাকিব, ‘এটা লম্বা টুর্নামেন্ট। চেন্নাইয়ে আমাদের প্রতিপক্ষ কঠিন, নিউজিল্যান্ড দারুণ করছে। আমাদের সামনে এগোতে হবে, আমাদের সঠিক জিনিসগুলো করতে হবে এবং ম্যাচে তা কাজে লাগাতে হবে। ’
এসএইচ/এফআই