ছবিতে পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ
আরও একটি নতুন রেকর্ড দেখল এবারের ক্রিকেট বিশ্বকাপ। শ্রীলঙ্কার ৩৪৫ রানের জবাবে পাকিস্তান খেললো বিশ্বকাপ ইতিহাসের সেরা এক ইনিংস। পাকিস্তান কেন ‘আনপ্রেডিক্টেবল’ তা আরও একবার প্রমাণ করলেন তাদের দুই ব্যাটার আব্দুল্লাহ শফিক এবং মোহাম্মদ রিজওয়ান! লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার জোড়া সেঞ্চুরির জবাবে পাকিস্তানি ব্যাটার দুজনও ম্যাজিক ফিগার পূর্ণ করেছেন। যার ওপর ভর করে ১০ বল হাতে রেখেই বিশ্বকাপের সর্বোচ্চ রান টপকানোর রেকর্ড গড়েছে বাবরের দল।
এশিয়ান এই দুই দলের লড়াই উপহার দিয়েছে দারুণ সব মুহূর্তে। ম্যাচে ছিল চার সেঞ্চুরি। সঙ্গে ক্যাচ মিসের ঘটনাও ঘটেছে। রিজওয়ানের ইনজুরিও ছিল আলোচনায়। একনজরে দেখে নেওয়া যাক ম্যাচের স্মরণীয় সব মুহূর্তকে।
এক ছবিতেই শ্রীলঙ্কার দুই সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিস এবং সাদিরা সামারাবিক্রমা। দলের জয় আনতে না পারলেও দারুণ ব্যাটিং উপহার দিয়েছেন দুজন।
দ্য স্পিরিট অব দ্য গেইম! পাকিস্তানের রিজওয়ানের ইনজুরিতে সাহায্য করতে এগিয়ে এলেন শ্রীলঙ্কার সামারাবিক্রমা।
ইনজুরিও বাধা হয়নি যার সামনে। হ্যামস্ট্রিংয়ের টান নিয়েই রিজওয়ান খেলেছেন ১৩১ রানের ইনিংস। দলকে উপহার দিয়েছেন রেকর্ডগড়া এক জয়।
জেএ