নায়কোচিত ইনিংসে ম্যাচসেরা রিজওয়ান
জিততে হলে বিশ্বকাপের ইতিহাসের রেকর্ড করতে হতো পাকিস্তানকে। তবে ৩৪৫ রানের এমন বড় শুরু করতে গিয়ে ৩৭ রানেই ২ উইকেট হারিয়ে বসে ম্যান ইন গ্রিনরা। জয়টা তখনই অসম্ভব মনে হচ্ছিল। তবে ক্রিজে থাকা তরুণ আব্দুল্লাহ শফিককে নিয়ে যেন শ্রীলঙ্কাকেই পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মোহাম্মদ রিজওয়ান।
ফিফটির পরেই হ্যামস্ট্রিংয়ের টান পড়ে রিজওয়ানের। প্রতি রানআপেই সমস্যা হচ্ছিল। তবু, মাঠ ছেড়ে যাননি এই উইকেটরক্ষক ব্যাটার। খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। আরেক সেঞ্চুরিয়ান শফিকের সঙ্গে তিনি জুটি গড়েছেন ১৭৬ রানের। এরপর সউদ শাকিলের সঙ্গে জুটিতে যোগ করেছেন আরও ৯৫।
শেষ পর্যন্ত পাকিস্তানকে জিতিয়েই মাঠ ছেড়েছেন রিজওয়ান। ১২১ বলে ১৩১ রানের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৮টি চার ও তিন ছক্কায়। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও অবধারিতভাবেই তার হাতেই গিয়েছে।
জেএ