বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সেরা মুহূর্ত কোনটি?
আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু হলেও দ্বিতীয় ম্যাচেই চরম বাস্তবতা টের পেল বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তেমন একটা লড়াই করতে পারল না সাকিব বাহিনী। হেরে গেছে ১৩৭ রানে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের তুলোধুনো করেছেন ইংলিশ ব্যাটাররা। এদিন ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন ডেভিড মালান। তার সঙ্গে দুটি শতরানের জুটি উপহার দেওয়া জো রুট ও জনি বেয়ারস্টো করেন ফিফটি। টার্গেট তাড়ায় লিটন-মুশফিকের ফিফটিতেও বড় হার এড়ানো যায়নি।
আজকের ম্যাচের সেরা তিনটি মুহূর্ত চলুন দেখে নেওয়া যাক।
ইংলিশ ব্যাটারদের দাপটের দিনে বাংলাদেশের হয়ে প্রথম ব্রেকথ্রু এনে দিয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ইংলিশদের শতরানের উদ্বোধনী জুটি ভেঙে জনি বেয়ারস্টোকে সাজঘরে ফেরান তিনি।
তাসকিন-মুস্তাফিজদের ওপর আজ চড়াও হন ইংলিশ ব্যাটাররা। ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন ডেভিড মালান। জো রুট ও জনি বেয়ারস্টো করেন ফিফটি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান তোলে ইংল্যান্ড।
বাজে ব্যাটিং-বোলিংয়ের দিনে ১৩৭ রানের বড় হার দেখল বাংলাদেশ।