বাংলাদেশের বিপক্ষে হারকে তেতো স্মৃতি বলছেন মরগান
২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেই আসরে বাংলাদেশের বিপক্ষে হারের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল ইংলিশরা। দলকে নেতৃত্ব দেওয়ায় সেই ঝড়ের বেশিরভাগটাই গেছে মরগানের ওপর দিয়ে।
অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে হারের পর সেই ম্যাচের হাইলাইটস কতবার দেখেছেন মরগান, এমন প্রশ্নের জবাবে মরগান বললেন, 'আমি কখনো হাইলাইটস দেখিনি (তুমুল হাসি)। এটা তেতো স্মৃতি। নাসের হুসেইন সব সময় এটা মনে করেন। আমি কখনোই আমার নিজের এসব স্মৃতি মনে করতে চাই না।'
মরান মনে করেন, অ্যাডিলেডের সেই ম্যাচে ইংল্যান্ডের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। তাই জয়টা টাইগারদেরই প্রাপ্য ছিল। মরগান বলেন, 'তারা খুব ভালো দল, তাদের বিপক্ষে খেলা কঠিন। ২০১৫ সালে অ্যাডিলেডে তারা আমাদের চেয়ে ভালো দল ছিলো।'
এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে মরগান বলেন, ‘ঐতিহাসিকভাবে বাংলাদেশ যখন ম্যাচ জেতে, তাদের মূল ক্রিকেটারদের দিকে তাকিয়ে থাকতে হয়। আফগানিস্তানের বিপক্ষে জেতায় একটা ইতিবাচক দিক হচ্ছে- শান্ত, মিরাজের মতো তরুণরা এগিয়ে এসেছে। তারা খুব ভালো করেছে। অনেক চাপ সরিয়ে নিয়েছে তারা, যেগুলো সাধারণত অভিজ্ঞদের ওপর থাকে। এটা সাকিবের পারফরম্যান্স ও অধিনায়কত্বে সাহায্য করবে যদি তারা এটা চালিয়ে যেতে পারে।'
এইচজেএস