সাকিবকে সম্মান না করলে উইকেট হারাবেন : গুরবাজ
দ্রুত উইকেটের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন, ব্যাটারকে পড়তেও খুব একটা সময় লাগে না-এসব গুণাবলিই সেরাদের কাতারে নিয়ে গেছে সাকিব আল হাসানকে। যা এক বাক্যে স্বীকার করেছেন রহমানুল্লাহ গুরবাজও। এই আফগান ওপেনারের মতে, সাকিবের বোলিংকে সম্মান না করলে আপনাকে উইকেট হারাতে হবে।
লম্বা ক্যারিয়ারে অনেক ম্যাচেই বাংলাদেশকে পথ দেখিয়েছেন সাকিব। আজ আফগানিস্তানের বিপক্ষেও বল হাতে শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দেন তিনি। বাঁহাতি এই স্পিনার শেষ পর্যন্ত ৩ উইকেট শিকার করে গুঁড়িয়ে দিয়েছেন আগফান টপ অর্ডার।
সাকিবের বোলিং প্রসঙ্গে গুরবাজ বলেন, 'আমার মনে হয় না সমস্যা হয়। আসলে সাকিব খুবই ভালো বোলার। পৃথিবীতেই অন্যতম সেরা সে। সব দলেরই সাকিবকে খেলতে সমস্যা হয়। যখনই সে ভালো বল করবে, আপনি যদি তাকে সম্মান না দেন সে উইকেট নেবেই।'
আফগানদের ৪৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন সাকিব। এরপরের উইকেটটিও নেন তিনি। সাকিবের শুরুর দুই উইকেটই কি ম্যাচের অবস্থা পরিবর্তন করে দিয়েছে, এমন প্রশ্নের জবাবে হ্যাঁ বলেছেন গুরবাজ।
তিনি বলেন, ‘আমার তেমনই মনে হয়। আমাদের দিক থেকে ওই দুটো উইকেট গুরুত্বপূর্ণ ছিল। তারা সেটি নিয়েছে, এজন্য আমরা চাপের ভেতর পড়ে গিয়েছিলাম। তাও, এমন হবেই। যখন আপনি শুরুতে উইকেট দিয়ে আসবেন, আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। আমরা সেটি পারিনি।'
এসএইচ/এইচজেএস