বিশ্বকাপের আগে সাকিবদের শুভকামনা জানাল আর্জেন্টিনা
আনুষ্ঠানিকভাবে আগামীকাল (শনিবার) থেকে বাংলাদেশ বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে। সেমিফাইনালে খেলার লক্ষ্যে শেষবারের মতো আজ অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাসরা। বাংলাদেশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে থাকতে ভোলেনি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশটির ফুটবল ফেডারেশন (এএফএ) টাইগারদের শুভকামনা জানিয়েছে।
নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এএফএ লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা, তারা ২০২৩ আইসিসি বিশ্বকাপের যাত্রা শুরু করছে। চ্যাম্পিয়ন হওয়ার চেতনা আপনাদের জয়ের পথে পরিচালিত করুক।’
Mis mejores deseos para el equipo de cricket de Bangladesh mientras se embarca en su viaje a la Copa Mundial ICC 2023....
Posted by AFA - Selección Argentina on Friday, October 6, 2023
সর্বশেষ কাতার বিশ্বকাপের সময় লিওনেল মেসির আর্জেন্টিনার জন্য বাংলাদেশিদের উন্মাদনা বিশ্ব গণমাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল। এরপর আর্জেন্টিনার কোচ থেকে শুরু করে অনেকেই কৃতজ্ঞতা জানিয়েছিলেন। বাংলাদেশ-আর্জেন্টিনার কূটনৈতিক সম্পর্ক বেশ জোরালো হয়েছে ওই ঘটনার পর থেকে। সর্বশেষ গত মার্চে আর্জেন্টিনা ফুটবলের পাড়ভক্ত সাকিবের জন্য দেশটির ক্রিকেট দল একটি জার্সি পাঠিয়েছিল। যা খেলার আগেই আইরিশ ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড সাকিবের হাতে তুলে দেন।
আরও পড়ুন
এরপর বাংলাদেশের একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তি হয় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের। যাদের অংশীদার বানিয়েই এবার বার্তা পাঠাল এএফএ। বাংলাদেশের সঙ্গে তাদের উষ্ণ সম্পর্কের প্রভাব যদিও এতদিন পর্যন্ত ক্রিকেট মাঠে গড়াতে দেখা যায়নি। তবে বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের আগেই এএফএ তাদের বার্তা নিয়ে টাইগারদের পাশে দাঁড়াল।
আগামীকাল সকাল ১১টায় ধর্মশালায় বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের। টাইগারদের ওপেনিং নিয়ে আগে কিছুটা শঙ্কা থাকলেও প্রস্তুতি ম্যাচে ভিন্ন কিছুরই আভাস দিয়ে রেখেছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ও অভিজ্ঞ লিটন দাস। সেই ধারা বিশ্বকাপের মূলপর্বেও নিশ্চয়ই ধরে রাখতে চাইবেন। এরপর মিডল অর্ডারে সাকিব-মুশফিকদের সমন্বয়ে ব্যাটিংয়ের সব শঙ্কা ছাপিয়ে উঠবে টাইগাররা—এমনই প্রত্যাশা ভক্তদের।
এএইচএস