বিশ্বকাপের দর্শকদের জন্য মহতী উদ্যোগ
ভারত বিশ্বকাপ নিয়ে বিতর্কের শেষ নেই। একাধিকবার সূচি পরিবর্তন, ক্রিকেটার ও গণমাধ্যমকর্মীদের ভিসা জটিলতা, পাকিস্তান দলের ভেন্যু নিয়ে আপত্তি-সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগ থেকেই সমালোচনায় বিদ্ধ ভারত। এর মধ্যে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ায় সমালোচনা আরও বেশি হচ্ছে। এর মধ্যেই দর্শকদের কথা মাথায় রেখে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে আয়োজক বিসিসিআই।
প্রায় দেড় মাস ধরে চলবে বিশ্বকাপের আসর। আর এই পুরোটা সময়জুড়ে ভারতের সব স্টেডিয়ামে মাঠে খেলা দেখতে আসা দর্শকদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে তারা। বিসিসিআইয়ের সচিব জয় শাহ এক টুইটবার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
এক্সে জয় শাহ লিখেছেন, ‘আমি গর্বের সঙ্গে ঘোষণা দিচ্ছি যে, এবারের বিশ্বকাপে ভারতের সব স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকদের আমরা বিনামূল্যে প্যাকেটজাত ও মিনারেল পানি প্রদান করছি। সবাই খেলা উপভোগ করুন ও হাইড্রেটেড থাকুন। উল্লেখ্য, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে বসে উপভোগ করেন জয় শাহ।
যদিও বিশ্বকাপের গেল দুদিনেই মাঠে দর্শকখরা ছিল আশঙ্কাজনক। বিশেষ করে উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদের ফাঁকা গ্যালারির ছবি রীতিমতো ভাইরাল হয়ে গেছে। বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে শোনা গিয়েছিল, উদ্বোধনী ম্যাচের টিকিট সব বিক্রি না হওয়ায় দর্শক ভরাতে ৩০ থেকে ৪০ হাজার নারী দর্শককে হাজির করছে সেখানকার কর্তৃপক্ষ। এই কাজে তাদের সাহায্য করছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি এর স্থানীয় নেতারা।
জানা গিয়েছিল, ওয়ার্ড পর্যায়ের এসব নেতারা নাকি আগেই নিজ নিজ এলাকার নারীদের তালিকা করে রেখেছেন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, বিজেপির ওয়ার্ড পর্যায়ের নেতারা নারীদের একত্র করে তাদের হাতে ফ্রি টিকিট তুলে দেওয়ার পাশাপাশি চা ও লাঞ্চের কুপনও দিয়েছেন। যদিও খেলা শুরুর পর গ্যালারিতে বিশেষ এই সমর্থকদেরও দেখা মেলেনি।
এফআই