যে কারণে হয়নি বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান
ভারতের মাটিতে বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে থেকেই নানা বিষয়ে আলোচনা ছিল। একাধিকবার সূচি পরিবর্তন, ক্রিকেটার ও গণমাধ্যমকর্মীদের ভিসা জটিলতা, পাকিস্তান দলের ভেন্যু নিয়ে আপত্তি-সব মিলিয়ে বিশ্বকাপ শুরু আগ থেকেই সমালোচনায় বিদ্ধ ভারত। এর মধ্যে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ায় আয়োজক বিসিসিআইকে দুষছেন ক্রিকেট সমর্থকরা।
এ নিয়ে চতুর্থবার বিশ্বকাপের স্বাগতিক ভারত। জৌলুসপূর্ণ আয়োজন, ব্যাপকতা আর ব্যাপ্তিতে অন্য আসরগুলোকে ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বিসিসিআইয়ের। কিন্তু শুরুতেই গলদ।
শোনা গিয়েছিল উদ্বোধনীতে বিশ্বকে চমকে দেবে তারা। বলিউডের রথী-মহারথীরা তো থাকবেনই, উপস্থাপন করা হবে ভারতের হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্যও। কিন্তু কীসের কী! এসবের কিছুই হচ্ছে না। কোনো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই মাঠে গড়িয়েছে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে গেল বারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
আরও পড়ুন
রেওয়াজ অনুযায়ী বিশ্বকাপ শুরুর আগের দিন বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে থাকে আয়োজক দেশ। এছাড়া ক্যাপ্টেন্স মিটে অংশ নিয়ে থাকেন অংশগ্রহণকারী দেশগুলোর অধিনায়করা। এবার আহমেদাবাদে উদ্বোধনী অনুষ্ঠান না হলেও ক্যাপ্টেন্স মিট হয়েছে।
কেন হলো না উদ্বোধনী অনুষ্ঠান?
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, প্রাথমিকভাবে আয়োজক বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছিল ৪ অক্টোবর বিশ্বকাপ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে। যেখানেই পারফর্ম করার কথা ছিল আশা ভোঁসলে ও শ্রেয়া ঘোষালদের মতো তারকাদের। পারফর্মাদের তালিকায় ছিলেন তামান্না ভাটিয়া, শঙ্কর মহাদেবন এবং অরিজিৎ সিংও। শেষ মুহূর্তে উদ্বোধনী অনুষ্ঠানের পরিবর্তে শুধু 'ক্যাপ্টেন্স মিট' দিয়েই শেষ হয়েছে অনুষ্ঠান। পাশাপাশি লেজার শো'র আয়োজন করা হয়েছিল।
উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন না করা হলেও আগামী ১৯ নভেম্বর সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা নিয়ে ভাবনা চিন্তা করছে বিসিসিআই। পাশাপাশি ১৪ অক্টোবর ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগেও জমকালো অনুষ্ঠানের আয়োজন করার কথা ভাবনাচিন্তা করছে বিসিসিআই। অনেকে মনে করছেন, এই কারণেই বাতিল করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।
কারণ বিসিসিআই এমন সময়ে এই অনুষ্ঠানের আয়োজন করতে চাইছে যে সময়ে বিশ্বকাপের হাইপ সবথেকে বেশি থাকতে পারে। সে কারণে উঠে আসছে হাই-ভোল্টেজ ভারত বনাম পাক ম্যাচের কথা। উঠে আসছে ফাইনালের কথাও। তবে যে কারণেই হোক উদ্ধোধনী অনুষ্ঠান একেবারে শেষ মুহূর্তে বাতিল করাতে বিভিন্ন মহল থেকে সমালোচনারও মুখোমুখি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এফআই