ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন বাবর
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই শুরু হবে বিশ্বকাপ শিরোপার লড়াই। দশ দলের এই লড়াইয়ের আগে আইসিসির আয়োজনে হলো ক্যাপ্টেনস ডে। নিজ দলের পরিকল্পনা, ব্যক্তিগত আর দলীয় লক্ষ্য নিয়েই আলাপের জন্য এই আয়োজন। মূল ম্যাচ শুরুর আগে, যেখানে দেখা হলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং ভারতের অধিনায়কের।
একসময় ভারত-পাকিস্তানের ক্রিকেট দ্বৈরথ ছিল নিয়মিত। তবে এখন রাজনৈতিক কারণে বন্ধ আছে দুই দেশের সিরিজ। বছরে খুব বেশিবার দেখা হচ্ছেনা চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের। ক্যাপ্টেনস ডে তে উঠে এলো সেই ভারত-পাকিস্তান ম্যাচের প্রসঙ্গটাও। বাবর স্বাভাবিকভাবেই জানালেন, ১৪ অক্টোবরের এই ম্যাচটির জন্য মুখিয়ে থাকার কথায় বলেছেন বাবর।
আরও পড়ুন
বাবরের কাছে প্রশ্ন ছিল, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কেমন রোমাঞ্চিত তিনি। উত্তরে বাবর বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই রোমাঞ্চিত। ১৪ অক্টোবরের আগে আমাদের আরও দুটি ম্যাচ খেলতে হবে। আমরা ম্যাচ ধরে ধরে আগাতে চাই। ভারত-পাকিস্তান ম্যাচ সব সময় বড়। সবাই এ ম্যাচের অপেক্ষায় আছে।’
ভারতের মাটিতে বিশ্বকাপ। প্রতিবেশী দেশে সবশেষ এসেছিল ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুবাদে। টুর্নামেন্টের আগে বিশেষ কোনো চাপ বোধ করছেন কি না জানতে চাইলে বাবর বলেছেন, ‘দেখুন, তেমন কোনো চাপ নেই। এখানকার কন্ডিশন পাকিস্তানের মতোই। আর আমরা এখানে এক সপ্তাহ আগে এসেছি এবং আমরা এখানে প্রস্তুতি ম্যাচও খেলেছি। তেমন কোনো পার্থক্য এখানে দেখছি না।
প্রথমবার ভারতে এসেছেন বাবর। আতিথেয়তা নিয়ে জানতে চাইলে কণ্ঠে ঝরলো মুগ্ধতা, ‘এটা খুব ভালো ছিল। আমরা দারুণ আতিথেয়তা পেয়েছি। এটা আমরা আশা করিনি। সবাই উপভোগ করছে। হায়দরাবাদে সপ্তাহটা দারুণ কেটেছে। মনেই হয়নি আমরা ভারতে আছি। মনে হচ্ছে, আমরা নিজেদের বাড়িতে আছি। আমরা প্রতি মুহূর্ত উপভোগ করছি। এটা সবার জন্য শতভাগ দেওয়ার এবং টুর্নামেন্ট উপভোগ করার দারুণ সুযোগ।’
জেএ