বাবরকে দিয়ে ম্যাচে পানি টানাব : শাদাব
দুদিন পরই শুরু হতে যাওয়া বিশ্বকাপে যে রানের বন্যা বইবে, প্রস্তুতি ম্যাচ দেখে সেটি অনুমান করা যায়। প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ৩৪৫ রান করলেও ৭-৮ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। তবে নিজেদের শেষ সময়ের প্রস্তুতির সুযোগ ঠিকই কাজে লাগিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানরা। সে কারণে আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তাদের দুজনই বিশ্রামে রয়েছেন। এই সুযোগে বাবরকে দিয়ে মাঠে পানি টানানোর কথা জানিয়েছেন আজকের ম্যাচের অধিনায়ক শাদাব খান।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে পাকিস্তান। বাবরের বদলে এদিন ম্যাচের টস করতে নামেন সহ-অধিনায়ক শাদাব। তখনই তিনি মজাচ্ছলে নিয়মিত অধিনায়ক বাবরকে নিয়ে মন্তব্য করেন।
ম্যাচের আগে বাবরকে টসের সময় না দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, অধিনায়কের আবার কিছু হলো না তো! তবে তেমন কিছু হয়নি বলে নিশ্চিত করেছেন শাদাব, ‘বাবর ঠিক আছে, সে শুধু বিশ্রাম নিতে চেয়েছিল। বাবর আর রিজওয়ান বিশ্রামে আছে। তবে আমি বাবরকে ফিল্ডিং করতে ও পানি টানার জন্য মাঠে নামাব। আমি এমন অধিনায়ক (হাসি)।’
— Mazher Arshad (@MazherArshad) October 3, 2023
পরবর্তীতে ম্যাচের মাঝেও সতীর্থদের জন্য খাবার ও পানি নিয়ে মাঠে নামতে দেখা যায় বাবরকে। বিশ্রামে থাকলেও খেলোয়াড়দের অবস্থান করা নতুন কিছু নয়। কয়েকদিন আগেও ভারতের ম্যাচে বিশ্রামে থাকা বিরাট কোহলিকে পানি নিয়ে ক্রিজে হাজির হতে দেখা যায়। সে সময় তার মজার ছলে হাঁটার ভঙ্গি নিয়েও সামাজিক মাধ্যমে বেশ কৌতুকের সৃষ্টি হয়।
বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে বাবর করেছিলেন ৮৪ বলে ৮০ রান। এছাড়া মোহাম্মদ রিজওয়ান সেঞ্চুরি এবং সৌদ শাকিলের ৫৩ বলে ৭৫ রানের ইনিংসে পাকিস্তান বড় সংগ্রহ পেয়েছিল। তবে তা সত্ত্বেও ম্যাচে পরাজিত হয়েছিল পাকিস্তান। এ প্রসঙ্গে শাদাব বলেছেন, ‘প্রথম ম্যাচটা হেরেছি, তবে আজ জিততে চাই। আর জয় তো অভ্যাসের বিষয়। এখান থেকে আত্মবিশ্বাস পাওয়াটা জরুরি।’
আরও পড়ুন
— Farid Khan (@_FaridKhan) October 3, 2023
দলকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে বাবরের ভূমিকা প্রসঙ্গে শাদাব বলেন, ‘আমাদের দলটা বেশ তরুণ নির্ভর। এখানে সবাই পরিবারের মতো এবং দলের ক্রিকেটাররা একে অপরের কাছে যেন নিকট আত্মীয়। তাই আমরা যখন জিতি দল হিসেবেই জিতি এবং হারলে দল হিসেবেই পরাজিত হই। বাবরকে ধন্যবাদ, পাকিস্তান ক্রিকেট টিমে এ ধরনের পরিবেশ তৈরির জন্য। অনেকদিন ধরে অনুপস্থিত ঐক্যও দলে ফিরিয়ে এনেছে সে।’
এবারের ত্রয়োদশ বিশ্বকাপ আসরের পর্দা উঠবে আগামী ৫ অক্টোবর। যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের দ্বিতীয় দিন (৬ অক্টোবর) পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে নামবে নেদারল্যান্ডসের বিপক্ষে।
এএইচএস