বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করতে চাই : মিরাজ
অপেক্ষার পালা প্রায় শেষ। আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে পর্দা উঠছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপের। বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে তারও ঠিক দুই দিন পর অর্থাৎ আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। গেল কয়েক বছরে ওয়ানডে ক্রিকেটে দাপট দেখানো বাংলাদেশ কেমন করবে এবারের বিশ্বকাপে?
ভারতের মাটিতে বাংলাদেশের ভালো কিছু করে দেখানোর অন্যতম কারিগর হতে পারেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ইতোমধ্যে বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে বল হাতে এক উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৬৭ রানে অপরাজিত ছিলেন মিরাজ। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান এসেছে তার ব্যাট থেকে। অনেকের চোখে আগামী দিনের সেরা অলরাউন্ডার এই মিরাজের দিকে নজর রাখতে বলছেন হার্শা ভোগলেরাও।
বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে দেশ ছাড়ার আগে নিজের অবস্থান, দলের চাওয়া-পাওয়া নিয়ে ঢাকা পোস্টের ক্রীড়া প্রতিবেদক সাকিব শাওনের সঙ্গে একান্তে কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ। পাঠকদের উদ্দেশে তুলে ধরা হলো...
ঢাকা পোস্ট : দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন, নিজেকে কিভাবে দেখছেন?
মেহেদী মিরাজ: বিশ্বকাপ একটা অবশ্যই অনেক বড় মঞ্চ। সে কারণে এখানে পারফর্ম করতে হবে। ভালো খেলার চেষ্টা করতে হবে আর যেহেতু এর আগে আমি একটা বিশ্বকাপ খেলেছি আমার একটা এক্সপেরিয়েন্স (অভিজ্ঞতা) আছে। সুতরাং কিভাবে খেলতে হবে সেটা আগে থেকে ধারণা নিয়ে সেইভাবে প্রস্তুতি নিয়েছি।
ঢাকা পোস্ট : সাম্প্রতিক সময়ে দলের প্রয়োজনে ব্যাট হাতে বেশ কিছু ভালো ইনিংস খেলেছেন। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে শান্তর সঙ্গে জুটি বেধে সেঞ্চুরিও করেছেন। বিশ্বকাপেও তেমন ইনিংস (সেঞ্চুরি) খেলার স্বপ্ন দেখেন নিশ্চয়ই, সেটা কোন দলের বিপক্ষে?
মেহেদী মিরাজ: আমি যেহেতু পরে ব্যাট করি। সেহেতু আমার সেঞ্চুরি করার সুযোগ থাকবে কম। যে কারণে আমার ওপরে যারা ব্যাট করবে তারা ভালো করলে সেঞ্চুরি করলে বেশি খুশি হব। আর আমারটা যদি বলেন সুযোগ আসলে আবারো ভারতের বিপক্ষেই সেঞ্চুরি মারতে চাই।
উল্লেখ্য, নিজের ক্যারিয়ারের প্রথম ওডিআই সেঞ্চুরি ভারতের বিপক্ষেই করেছিলেন মিরাজ।
ঢাকা পোস্ট: ভারতীয় কন্ডিশনে বোলার মিরাজের কাছ থেকে কেমন প্রত্যাশা রাখতে পারি?
মেহেদী মিরাজ: এশিয়ার উইকেটে খেলা হবে যেহেতু, চেষ্টা থাকবে নিজের সেরা বল গুলোই করার। ভারতীয় পিচে পেসার ও স্পিনার সবার জন্যই সুবিধা থাকবে। ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিতে চাই। ভালো লাগবে তাহলে।
ঢাকা পোস্ট : এবারের বিশ্বকাপে ব্যক্তিগত কোন অর্জনে চোখ থাকবে মিরাজের?
মেহেদী মিরাজ: অবশ্যই অলরাউন্ড পারফর্ম করে। কেননা দল কিন্তু আমার কাছ থেকে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সমানভাবে পারফর্ম চায়। আমিও সেটা মাইন্ডসেট আপ করে রেখেছি। আমাকে দুই বিভাগেই ভালো করতে হবে। এখন বাকিটা আল্লাহ ভরসা।
ঢাকা পোস্ট : বিশ্বকাপে কেমন করবে বাংলাদেশ দল, সেমিফাইনাল?
মেহেদী মিরাজ : আমার মতে, আমরা প্রথমেই বিশ্বাস রাখি সেমিফাইনাল খেলার। এটা আমাদের সবার প্রথম লক্ষ্য এরপর সেমি-ফাইনাল জিততে পারলে তো ফাইনাল শিরোপায় চোখ থাকবে তখন। আমাদের সবার মধ্যে আলহামদুলিল্লাহ অনেক আত্মবিশ্বাস রয়েছে ভালো করার। এখন মাঠের ক্রিকেটে সবাই সবার সেরাটা দিতে পারলে আশা করি ভালো কিছু হবে। বাকিটা আল্লাহ ভরসা।
প্রশ্ন: কোন দলকে হারাতে পারলে সবচেয়ে বেশি খুশি হবেন এবং কাদের বিপক্ষে হারলে কষ্ট পাবেন?
মেহেদী মিরাজ: জয় পাওয়াটাই তো আনন্দের। এখন বিশ্বকাপে যারাই খেলতে আসবে তারা সবাই কিন্তু বড় দল। যে কারণে কাউকে ছোট করে দেখার কিছু নেই। সবার বিপক্ষে জিততে চাই, যে কারণে আলাদা কোনো ভালো লাগা নেই। আর বিশ্বকাপের মতো আসরে যে কোনো দলের বিপক্ষে হারলে তো খারাপ লাগবে। তাই আলাদা করে কোনো দল নেই। হারলেই কষ্ট বা খারাপ লাগবে।
প্রশ্ন: বিশ্বকাপে সাকিব আল হাসানের ঝলমলে একটা পারফরম্যান্স সমর্থকদের প্রত্যাশা থাকে। সতীর্থ হিসেবে আপনার বিশেষ কোনো চাওয়া আছে?
মেহেদী মিরাজ: দেশের সেরা ক্রিকেটারের কাছ থেকে তো সবচেয়ে সেরা পারফর্মই প্রত্যাশা থাকবে। সাকিব ভাই কি বা কেমন সেটা নতুন করে তো বলার কিছু নেই। ভাই যদি ২০১৯ বিশ্বকাপের মতো আবার একটা মাস্টারক্লাস পারফর্ম উপহার দেন সেটা আমাদের দলের জন্য অনেক বড় পাওয়া। তার কাছে সবসময় বড় কিছু চাওয়া থাকে।
প্রশ্ন: বাংলাদেশের কোচিং প্যানেল ঠিকঠাক দেখছেন কি না?
মেহেদী মিরাজ: কোচিং প্যানেল নিয়ে বলতে হলে সবকিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। আপনি যদি দেখেন প্রতিটা বিভাগের কোচই কিন্তু পরীক্ষিত। স্পিন কোচ বা পেস বোলিং কোচ তারা কিন্তু তাদের ক্যারিয়ারে বড় খেলোয়াড় ছিলেন। এছাড়া প্রধান কোচ তিনি কিন্তু অনেক সফল। সবকিছু ঠিক আছে এখন দেখা যাক কি হয়।
প্রশ্ন: বাংলাদেশের দুর্বলতা কোথায় বলে মনে করেন?
মেহেদী মিরাজ: আমার মতে আমাদের মূল কাজ হলো ফিট থাকা। প্রতিটি ম্যাচে ফিট থেকে খেলতে পারলেই ভালো কিছু আসবে। ইনজুরিতে যদি কেউ পড়ে তাহলে কিন্তু সমস্যা। আর দুর্বলতা নিয়ে বলব না কারণ সব বিভাগের কাজ যদি ক্রিকেটাররা সঠিকভাবে করে তাহলে কিন্তু ম্যাচ জিততে সুবিধা হবে।
প্রশ্ন: আচ্ছা, ধরেন স্বপ্নের সীমা ছাড়িয়ে বিশ্বকাপ জিতে গেলেন, কেমন উদযাপন করতে চান?
মেহেদী মিরাজ: (হাসি), ওমন কোনো প্ল্যান নেই এখনো। তবে খুবই ভালো লাগবে নিজের মধ্যে। সারা দেশ আমরা ট্রফি নিয়ে ঘুরতে পারবো। এখন আসলে এসব বলার থেকে মাঠের ক্রিকেটে প্রমাণ করাই বড় লক্ষ্য। চেষ্টা থাকবে দেশের মানুষের এমন ভালোবাসার প্রতিদান যেন আমরা দিতে পারি।
প্রশ্ন: আপনার চোখে এবারের বিশ্বকাপে ফেবারিট কারা?
মেহেদী মিরাজ: দেখেন খেলা কিন্তু ভারতের মাটিতে। যে কারণে এশিয়ার দেশগুলোকে কিন্তু আপনার এগিয়ে রাখতে হবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এগিয়ে থাকবে। এছাড়া যদি বলেন অস্ট্রেলিয়ার কথা বলতে পারি।
এসএইচ/এফআই