ভারত বিশ্বকাপে ‘সারপ্রাইজ প্যাকেজ’ আফগানিস্তান
আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপ। বাইশ গজে বিশ্বসেরা হওয়ার এই লড়াইয়ে ইতোমধ্যেই জায়গা নিশ্চিত করেছে ১০ দল। ভারত বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর সম্ভাবনা নিয়ে ধারবাহিক প্রতিবেদন প্রকাশ করছে ঢাকা পোস্ট। আজ দ্বিতীয় পর্বে থাকছে আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে কাটা-ছেঁড়া।
সর্বশেষ বিশ্বকাপে আন্ডার ডগ হিসেবেই খেলেছিল আফগানিস্তান। চার বছরের ব্যবধানে এই আফগানরাই এখন ওয়ানডেতে শক্তিশালী অবস্থানে। এমনকি উপমহাদেশের মাটিতে যেকোনো দলের বিপক্ষে ম্যাচ জেতার সামর্থ্য রাখে। তাই ভারত বিশ্বকাপে আপনি না চাইলেও রশিদ খান-মুজিব উর রহমানদের হিসেবের খাতায় রাখতেই হবে!
আফগানদের ব্যাটিংয়ে ভালো শুরু এনে দেওয়ার দায়িত্ব থাকবে রহমানুল্লাহ গুরবাজের ওপর। এই ওপেনারের অভিজ্ঞতা বিশ্বকাপের বড় মঞ্চে দলের জন্য বাড়তি পাওয়া। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগসহ বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি লিগেই দেখা মেলে গুরবাজের। সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্সও আশা জাগানিয়া। সবমিলিয়ে আফগানদের ইনিংসের ভীত গড়ার দায়িত্বটা তার কাঁধেই থাকছে। গুরবাজের সঙ্গে ওপেন করবেন ইব্রাহিম জাদরান। তার সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো না হলেও ইতোমধ্যেই তিনি নিজেকে প্রামণ করেছেন। বড় মঞ্চেই স্বরূপে ফিরবেন এই ওপেনার এমনটাই চাইবে টিম ম্যানেজমেন্ট। এই দুইজনের ব্যাকআপ হিসেবে আছেন রিয়াজ হাসান।
তিন নম্বরের গুরুত্বপূর্ণ পজিশনে থাকবেন রহমত শাহ। তার অভিজ্ঞতা আর বড় ইনিংস খেলার সামর্থ্য আফগানদের ব্যাটিং অর্ডারে ভারসাম্য আনবে। চারে খেলবেন হাশমতউল্লাহ শাহিদি। অধিনায়কত্ব সামলানোর পাশাপাশি দলকে বড় সংগ্রহ এনে দিতে ব্যাট হাতেও সামনে থেকে নেতৃত্ব দিতে হবে এই মিডল অর্ডার ব্যাটারকে। পাঁচে খেলবেন নজিবুল্লাহ জাদরান। অভিজ্ঞ এই ব্যাটার মিডল অর্ডারে বড় ভরসার নাম। তার পাওয়ার হিটিং সামর্থ্য দলের জন্য বাড়তি পাওয়া। মিডল অর্ডারে ব্যাকআপ হিসেবে আছেন ইকরাম আলীখিল। প্রথম উইকেটকিপার গুরবাজের বিকল্পও এই তরুণ উইকেটকিপার ব্যাটার।
আরও পড়ুন
আফগানিস্তানের স্কোয়াডে আছে বেশ কয়েকজন অলরাউন্ডার। ১৫ জনের স্কোয়াডে ব্যাটিং-বোলিং দুইটাই করতে পারেন ৪ জন। এই তালিকায় আছেন আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রহমত শাহ ও রশিদ খান। তাদের মধ্যে রহমত, রশিদ আর নবি একাদশে নিয়মিত খেলবেন। উইকেট আর প্রতিপক্ষ বিবেচনায় সুযোগ আসবে আজমতউল্লাহরও।
আফগানদের বড় শক্তির জায়গা স্পিন বিভাগ। যেখানে নেতৃত্ব দেবেন রশিদ। এই লেগ স্পিনার শুধুই দেশ নয়, বিশ্ব ক্রিকেটেরই সেরাদের একজন। আফগান পোস্টার বয়ের মূল কাজটা বোলিং, তবে ব্যাট হাতেও চমক দেখাতে পারেন তিনি। তার বিখ্যাত সেই স্ন্যাক শটে তান্ডব চালাতে পারেন প্রতিপক্ষ বোলারদের ওপর। বিশ্বকাপের বড় মঞ্চে শাহিদির সবচেয়ে বড় অস্ত্রটাও এই লেগ স্পিনিং অলরাউন্ডার।
স্পিনে রশিদ যদি দলটার সেনাপতি হন, তাহলে তার সবচেয়ে বিশ্বস্ত সৈনিক মুজিব উর রহমান। এই দুই জনের রসায়ন যেকোনো প্রতিপক্ষের জন্যই বড় হুমকি। এই স্পিন জুটির সঙ্গে নতুন যোগ হয়েছেন নূর আহমেদ। এই তরুণ লেগি আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা অভিজ্ঞ না হলেও ইতোমধ্যেই আলো ছড়িয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। আপনি চাইলে তার নামটা আলাদা ভাবে মার্ক করে রাখতে পারেন। বিশ্বকাপের এবারের আসরে যে তরুণরা লাইম লাইটে থাকবেন তাদের একজন হতে যাচ্ছেন এই লেগ স্পিনার! আফগানিস্তানের এই স্পিনত্রয়ীকে নিয়মিতই একাদশে দেখা যাবে। সঙ্গে মোহাম্মদ নবিও বল হাতে কার্যকরী ভূমিকা রাখতে পারেন।
আফগানিস্তানকে নতুন বলে ভালো শুরু এনে দেওয়ার দায়িত্ব থাকবে ফজল হক ফারুকির কাঁধে। এই বাঁহাতি মিডিয়াম পেসারের গতি আর সুইং যেকোনো ব্যাটারের জন্যই বিপদজনক। ফারুকির সঙ্গী হিসেবে থাকবেন নাভিন উল হক। একাদশে এই দুইজনকেই নিয়মিত দেখা যেতে পারে। স্পিন নির্ভর বোলিং আক্রমণ থাকায় তিন পেসারকে নিয়ে মাঠে নামার সম্ভাবনা খুবই কম। তবে যদি তিনজন পেসার সুযোগ পায় তাহলে এই তৃতীয় পেসার হবেন তরুণ আব্দুল রহমান।
আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলীখিল, আজমতুল্লাহ ওমরজাই, আবদুর রহমান, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, ফজল হক ফারুকি, নাভিন উল হক।
এইচজেএস