সকালে বাকীর হতাশা, রাতে ইমরানে আশা
এশিয়ান গেমসের অষ্টম দিনে আজ (শুক্রবার) বাংলাদেশের দুটি আকর্ষণ। কিছুক্ষণ পর রাতে ১০০ মিটার স্প্রিন্টে দৌড়াবেন ইমরানুর রহমান আর সকালে শুটিং রেঞ্জে লড়েছেন তারকা শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী।
৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশনে অংশ নেয় বাংলাদেশ। দলগত ইভেন্টে ১৭০৫ স্কোর করে তারা ১৪তম হয়েছে। ১৭৬৯ স্কোর করা ভারত স্বর্ণ, চীন রৌপ্য ও দক্ষিণ কোরিয়া ব্রোঞ্জ জিতেছে। ব্যক্তিগত ইভেন্টে রবিউল ইসলাম ৫৭১ স্কোর করে ৩৪তম, আব্দুল্লাহ হেল বাকি ৫৭০ স্কোর করে ৩৬তম ও শোভন চৌধুরী ৫৬৪ স্কোর করে ৪২তম হয়েছেন। ৫৪ জন শ্যুটার অংশ নেন এই ইভেন্টে।
কমনওয়েলথ গেমসে পদকজয়ী শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী ১০ মিটার খেলে অভ্যস্ত। তিনি এবারই প্রথম আন্তর্জাতিক অঙ্গনে ৫০ মিটার খেলেছেন। প্রথম বারের মতো ৫০ মিটার খেলে বাকির প্রতিক্রিয়া, ‘আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ওভারঅল আমি যে পারফরম্যান্স করেছি তাতে তিনটা পজিশনের মধ্যে স্ট্যান্ডিং পজিশনটা খুব খারাপ হয়েছে। আমি গত দুই মাস যাবদ এশিয়ান গেমসের জন্য সিরিয়াস অনুশীলন করছিলাম।’
আশানুরূপ পারফরম্যান্স না হওয়ার কারণ সম্পর্কে বাকী বলেন, ‘এখানে আসার পর পজিশন যে পরিবর্তন হয়েছে। গতকালও পরিবর্তন হয়েছে। তবে আমি কোনো অজুহাত দিচ্ছি না। আসলে দেখেন স্প্যানিডংটাই আমার ফেভারিট। কিন্তু আমি এই পজিশনে সবচেয়ে খারাপ করেছি। এই জন্য স্কোর কম হয়েছে।’
এশিয়ান গেমসের শ্যুটিং রেঞ্জে ক্যারিয়ারের ইতি টানা নিয়েও কথা বলেছেন এই শ্যুটার, ‘কতদিন চালিয়ে যেতে জানি না। চেষ্টা করব যতদিন শ্যুটিং চালিয়ে যেতে পারি, যাবো। তবে একটা কিছু হয়ে যায় বা না করি, বা ছেড়ে দেই, যেটাই করি সবাইকে জানাব।’ এশিয়ান গেমসে বাংলাদেশের সম্ভাবনাময় ডিসিপ্লিন ছিল শ্যুটিং। সেই শ্যুটিংয়ে পদকের লড়াইয়ে থাকতে পারেননি শ্যুটাররা। নিয়মিত অনুশীলনের পরও শ্যুটারদের এই ব্যর্থতায় প্রশ্ন উঠেছে ক্রীড়াঙ্গনে।
অন্যদিকে, আজ গলফে কাট-অফ অতিক্রম করেছেন বাংলাদেশের দুই গলফার সিদ্দিকুর রহমান ও জামাল হোসেন। দ্বিতীয় রাউন্ডে পারের সমান শট খেলেছেন দুজনই। সিদ্দিক ৭২ শটে দ্বিতীয় রাউন্ড শেষ করেন। দু’রাউন্ড শেষে পারের চেয়ে সাত শট কম খেলেছেন তিনি। তার অবস্থান ২৫তম। অন্যদিকে জামাল প্রথম দিনের পারের চেয়ে এক শট কম ধরে রেখে ৪০ নম্বরে থেকে শেষ করেছেন। সবার শেষ হয়ে কাট বাঁচিয়েছেন তিনি।
ফেন্সিংয়ে নারীদের দলগত সাবরে ইভেন্টে হংকং-এর কাছে ৪৫-১৭ পয়েন্টে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। প্রি-কোয়াটার ফাইনালে বাংলাদেশের হয়ে অংশ নেন ফাতেমা মুজিব, রোকসানা খাতুন ও ফারজানা ইয়াসমিন নিপা। কেবলমাত্র ফারজানা ইয়াসমিন তার এক ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলতে পারেন। ফলে উইং কিউ চু’র বিপক্ষে হারেন ৫-৪ পয়েন্টে।
সাঁতারে নারীদের ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্ট দিয়ে শেষ হয়েছে ১৯তম এশিয়ান গেমসের এই ডিসিপ্লিনে বাংলাদেশের অংশগ্রহণ। সোনিয়া আক্তার হিটে সময় নিয়েছেন ৩১.৭৪ সেকেন্ড। তিনি চার নম্বর হিটে এক নম্বর লেনে ছিলেন। সবমিলিয়ে চার হিটের ৩১ জনের মধ্যে ২৭তম হয়েছেন সোনিয়া।
এজেড/এএইচএস