টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে পর্দা উঠবে বৈশ্বিক ক্রিকেট ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপের। তার আগে অংশগ্রহণকারী দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলবে। এরই ধারাবাহিকতায় আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে লঙ্কানদের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে সাকিব আল হাসানরা। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় আসামের গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, প্রস্তুতি ম্যাচে স্কোয়াডে থাকা সব খেলোয়াড়েরই ঘুরিয়ে ফিরিয়ে খেলার সুযোগ রয়েছে।
বিশ্বকাপ স্কোয়াডে তামিম ইকবালের না থাকা এবং সাবেক এই অধিনায়কের ১২ মিনিটের এক ভিডিও বার্তা নিয়ে তোলপাড় চলছে দেশজুড়ে। এর মধ্যেই সাকিব আল হাসানের পাল্টা একটি সাক্ষাৎকার উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। ভিডিও বার্তা দিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। তবে এসব পার করে এখন বাংলাদেশের নজর মাঠের ক্রিকেটে।
আরও পড়ুন
টিম টাইগার্সের বিশ্বকাপ স্কোয়াডের অন্যতম সদস্য তরুণ পেসার হাসান মাহমুদও ক্রিকেটে মন দেওয়ার কথা বললেন। ভারতীয় এক গণমাধ্যমকে হাসান মাহমুদ বলেছেন, ‘দলের বাইরে কী ঘটছে না ঘটছে, সেটা নিয়ে আমরা ভাবি না। ভালো পারফরম্যান্সের জন্য আমরা রুটিন মেনে অনুশীলন করি যেন নিজেদের সেরাটা দিতে পারি। ব্যক্তিগতভাবে আমি (তামিমের বাদ পড়া) এটা নিয়ে বেশি ভাবি না, কারণ, আমি এখানে নিজের ভূমিকা পালন করতে এসেছি।’
বিশ্বকাপের আগে ৪ দিনে মোট ১০ টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে আইসিসি। ভারতের তিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রতিটি দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তুতিপর্বের সকল ম্যাচই হবে দিবারাত্রির সূচিতে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে প্রতিটি ম্যাচ। প্রস্তুতি পর্বের এই ম্যাচগুলোতে ১৫ জনের সকলকে খেলানোর অনুমতি দেওয়া হয়েছে।
৩ অক্টোবরের ম্যাচগুলো শেষে ৪ অক্টোবর হবে বিশ্বকাপের ক্যাপ্টেন্স ডে। এদিন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের পরিচয় করানো হবে। আর ৫ তারিখ গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপের মূল আসর।
এফআই