আইফোন খোয়া গেছে রোহিতের!
‘ভুলোমনা’ স্বভাবের জন্য বেশ পরিচিতি আছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। এইতো কদিন আগে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জেতার পর ভারতীয় দল বিমানে চড়ার উদ্দেশে টিম হোটেল ছেড়ে যখন গাড়িতে ওঠে, হঠাৎ আবিষ্কৃত হয় যে রোহিত পাসপোর্ট নিতে ভুলে গেছেন।
এর আগেও বেশ ক’বার নিজের ভুলোমনা স্বভাবের জন্য শিরোনাম হয়েছিলেন রোহিত। সাবেক অধিনায়ক বিরাট কোহলিও একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ভারতীয় দলের সবচেয়ে ভুলোমনা খেলোয়াড় রোহিত। ছোটখাটো জিনিসের পাশাপাশি দৈনন্দিন ব্যবহৃত অনেক কিছুও তিনি যেখানে–সেখানে ফেলে আসেন।
আরও পড়ুন
তো নতুন করে আবার কী করলেন রোহিত? এবার নিজের আইফোন খোয়া গেছে ভারতীয় অধিনায়কের। যদিও আইফোনটি চুরি হয়ে গেছে নাকি নিজে ভুলে কোথাও ফেলে এসেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে রোহিতের যা ভুলে যাওয়ার স্বভাব, অনেকেরই ধারণা তিনি নিজেই হারিয়ে ফেলেছেন।
ভারত–অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি হয়েছে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। ম্যাচের আগের দিন অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলন এবং ম্যাচের প্রস্তুতি নিতে নেট সেশনে অংশ নিয়েছিলেন রোহিত। এরই এক ফাঁকে তার আইফোনটা হারিয়ে যায়।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগের দিন নেট সেশন শেষে রোহিত টের পান, তার মুঠোফোনের হদিস নেই। এ নিয়ে খোঁজাখুঁজি চললেও পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে স্থানীয় পুলিশের কাছে কোনো অভিযোগও করা হয়নি।
উল্লেখ্য, বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ভারত। ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষধারী ভারত এবার বিশ্বকাপেরও অন্যতম দাবিদার।
এফআই