‘পাপনের খারাপ দিক বেশি ইন্টারভিউ দেওয়া’
বাংলাদেশ ক্রিকেটে এখন যেন ভিডিও বার্তা আর বিতর্কের যুগ। তামিম ইকবাল, সাকিব আল হাসান থেকে শুরু করে মাশরাফি মর্তুজা কিংবা খালেদ মাসুদ পাইলট, সকলেই দেশের ক্রিকেটের বর্তমান টানাপোড়েনের ইস্যুতে কথা বলেছেন, নিজ নিজ জায়গা থেকে ইন্টারভিউ কিংবা ভিডিও বার্তার মাধ্যমে কথা বলেছেন।
একটি বেসরকারি টিভি চ্যানেলে সাকিবের দেয়া সাক্ষাৎকারই সবচেয়ে বেশি আলোচনার উৎস। একই সাক্ষাৎকারে সাম্প্রতিক তামিম ইকবাল ইস্যু ছাড়াও একাধিক সমস্যা নিয়েই কথা বলেছেন টাইগার দলপতি। উঠে এসেছে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন প্রসঙ্গ। যেখানে সাকিবের সহজ উত্তর, বোর্ড সভাপতি হিসেবে পাপনের সবচেয়ে খারাপ দিক ইন্টারভিউ দেওয়া।
তবে সাকিব এও জানালেন, বিসিবি প্রধান পাপনের সঙ্গে কাজ করতে কখনোই সমস্যা হয়নি তার, ‘আমার সঙ্গে (সম্পর্ক) কখনো অস্বস্তির হয়নি। আমাদের মধ্যে বোঝাপড়া ভালো। আমি ওনাকে বুঝি। উনি আমাকে বোঝেন। আমাদের মধ্যে কথা হয়, এমন হলে ভালো হতো, অমন হলে ভালো হতো। যে আলোচনাটা হয়, ফলদায়ক হয়। আমার কাছে (তাঁর সঙ্গে কাজ করা) সমস্যা হয়নি কখনো।’
আরও পড়ুন
তবে অন্য বোর্ড প্রধানদের থেকে পাপন অনেক বেশি জড়িত বলে মনে করেন সাকিব, ‘আমি যাঁদের বোর্ড সভাপতি হিসেবে পেয়েছি, বেশির ভাগ সময়ই এমন ছিল। কামাল ভাইও দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। হয়তো তখন এত মিডিয়া ছিল না, উনি হয়তো মিডিয়াতে অত কথা বলেন নাই। যে কারণে জানা যেত না। কিন্তু দলে কী হচ্ছে, এসবে উনিও জড়িত ছিলেন। আর পাপন ভাই যেটাকে বলে ইন হ্যান্ডস জড়িত। অনেক বেশি যুক্ত। এমন বোর্ড প্রেসিডেন্ট পাওয়াও কঠিন।’
অনেক বেশি জড়িত থাকা বোর্ডপ্রধান ভালো কি মন্দ, প্রশ্ন করা হলে সাকিবের চটজলদি জবাব, ‘দুটোই। নিতে পারলে ভালো। যারা নিতে পারে না, তাদের জন্য অনেক ডিফিকাল্ট।’
পাপনের সঙ্গে দীর্ঘদিন কাজ করার সুবাদে তার মধ্যে যদি একটা ভালো দিক খুঁজতে বলা হয়, কোনটিকে বেছে নেবেন এমন প্রশ্নে সাকিব বলেন, ‘বিশেষভাবে জাতীয় দলের জন্য সবকিছু করতে রাজি আছেন।' আর মন্দ দিক কোনটির জবাবে হাসতে হাসতে সাকিবের বলেন, ‘মে বি ইন্টারভিউ (হয়তো সাক্ষাৎকার)’।
এসএইচ/জেএ