বিশ্বকাপের দল ঘোষণার সময় জানাল বিসিবি
অপেক্ষার প্রহর সহসাই শেষ হচ্ছে না। স্কোয়াড নিয়ে দিনভর নানা আলোচনা ও চাঞ্চল্যের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, বিশ্বকাপে কারা থাকছেন, কে বাদ পড়ছেন- বহুল কাঙ্ক্ষিত সেই ঘোষণা আসতে চলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় ওয়ানডের পর।
মিরপুরে কিউইদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ইতোমধ্যে প্রথম ইনিংসে ব্যাট করেছে টাইগাররা। বাংলাদেশের দেওয়া ১৭২ রানের টার্গেটে এখন ব্যাট করছে নিউজিল্যান্ড। এই ম্যাচ শেষেই বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিবি।
আজ (মঙ্গলবার) বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছে ক্রিকেট বোর্ড। সেখানে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থা লিখেছে, ‘অপেক্ষাটা একটু বাড়ছে। সবকিছুই প্রকাশ হবে তৃতীয় ওয়ানডে শেষেই। বিস্তারিত জানতে বিসিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখুন।’
আরও পড়ুন >> অভিমানে ম্যাচ চলাকালেই দল ছেড়ে চলে গেলেন তামিমের ভাই নাফিস ইকবাল
The wait gets a little longer! All will be revealed after the end of the third and final ODI! Keep your eyes on the BCB digital/social platforms! #BCB | #Cricket | #CWC23
Posted by Bangladesh Cricket : The Tigers on Tuesday, September 26, 2023
আজ দল ঘোষণার পর আগামীকালই বিশ্বকাপ মিশনে ভারতের উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা। এর আগেই নানা জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে স্কোয়াড ঘিরে।
ইতোমধ্যেই জানা গেছে, বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ফিটনেস ইস্যুর কারণে তাকে বাইরে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করতে চলেছে বিসিবি। নেতৃত্বে থাকছেন সাকিব আল হাসান। এর আগে তামিম বিশ্বকাপে মাত্র ৫ ম্যাচ খেলতে চাওয়ায় সাকিব অধিনায়কত্ব ছাড়ার হুমকি দিয়েছিলেন।
এনএইচ/এএইচএস