নতুন রেকর্ডবুকে রিয়াদ
কিউইদের বিপক্ষে সিরিজটা খুব বেশি ভাল যাচ্ছেনা বাংলাদেশের। মাঠের ভেতরে এবং বাইরে বিভিন্ন বিতর্কিত কাণ্ডেই কাটছে সময়। বিশ্বকাপের দল গঠন নিয়ে যেমন বিপর্যস্ত অবস্থা, তেমনি মাঠের ক্রিকেটেও খুব বেশি আলো ছড়াতে পারছেন না টাইগার ক্রিকেটাররা। তবে এরইমাঝে ব্যক্তিগত মাইলফলক স্পর্ষ করেছেন রিয়াদ। বিশ্বকাপের আগে যা তার ব্যক্তিগত অর্জনের খাতা ভারি করেছে।
এই রেকর্ড অবশ্য হয়ে যেতে পারতো আগের দিনেই। দেশের হয়ে ওয়ানডেতে ৫ হাজার রান করতে রিয়াদের দরকার ছিল আর মাত্র এক রান। তবে কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তিনি ফিরেছেন ৪৯ রানে। সেদিন অবশ্য বাংলাদেশের হয়ে চতুর্থ ব্যাটার হিসেবে ১০ হাজারি ক্লাবে নাম লিখিয়েছিলেন তিনি। আর আজ লিখলেন নতুন আরেক রেকর্ড।
আরও পড়ুন>> পাইলটের বিশ্বকাপ স্কোয়াডে মাহমুদউল্লাহ
মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের জার্সিতে ৫ হাজার রানের মাইলফলক স্পর্ষ করেছেন রিয়াদ। তার আগে কেবল তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমই আছেন এই তালিকায়। সাইলেন্ট কিলার রিয়াদ আজ থেমেছেন ২১ রান করে। বর্তমানে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের হয়ে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনিই।
ওডিআই ক্যারিয়ারে ১৯২ ম্যাচে ৩৫ দশমিক ৩৫ গড়ে ব্যাট চালিয়েছেন রিয়াদ। দলের প্রয়োজনে বিভিন্ন পজিশনে ব্যাট করতে দেখা গিয়েছে তাকে। ৭৬ এর বেশি স্ট্রাইকরেট রান করেছেন তিনি।
আরও পড়ুন>> মাঠে ফিরেই মাহমুদউল্লাহর রেকর্ড
তবে এমন দিনে আরও একটি রেকর্ড হাতছাড়া হয়েছে বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ক্রিকেটারের। ওয়ানডে ফরম্যাটে এক মাঠে দশম ব্যাটার হিসেবে ২ হাজার রান করার কীর্তি হতে পারতো তার। বর্তমানে মিরপুরের শের-এ বাংলা স্টেডিয়ামে ১ হাজার ৯৯৭ রান করেছেন রিয়াদ।
বাংলাদেশের হয়ে এই মুহূর্তে ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবাল। সাবেক এই ওয়ানডে অধিনায়কের রান ৮ হাজার ৩৫৭। এরপরেই আছেন মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান। তাদের রান যথাক্রমে ৭ হাজার ৪০৬ এবং ৭ হাজার ৩৮৪। চারে থাকা রিয়াদের রান ৫ হাজার ২০। তালিকার পাঁচে আছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। দেশের ক্রিকেটে ব্রাত্য হয়ে পড়া আশরাফুলের রান ৩ হাজার ৪৬৮।
জেএ