সাকিব অধিনায়কত্ব ছাড়লে টাইগারদের নেতৃত্ব দেবেন কে?
আর কিছুক্ষণ পরই বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে। তবে গতকাল থেকেই দেশের ক্রিকেটে বইছে চাপা-দ্বন্দ্ব আর বৈরী আবহাওয়া। যার উৎস হিসেবে সামনে এসেছে বিশ্বকাপে তামিম ইকবালের কেবল ৫ ম্যাচ খেলতে চাওয়া। তামিমের এমন সিদ্ধান্ত পছন্দ হয়নি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের। সে কারণে বিশ্বকাপের আগে তার অধিনায়কত্ব ছাড়তে চাওয়ার গুঞ্জন উঠেছে।
আজ (মঙ্গলবার) সকালে দেশের জাতীয় এক দৈনিকে প্রকাশিত খবরে এমনটাই জানা গেছে। সেখানে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘বিশ্বকাপে সাকিব অধিনায়ক থাকতে চায় না। কারণ হাফ ফিট কোনো খেলোয়াড় নিয়ে সে বিশ্বকাপে যেতে চায় না।’
যদি শেষ পর্যন্ত সাকিব বিশ্বকাপ দলের অধিনায়কত্ব না করেন তাহলে কে আসবেন নতুন নেতৃত্বে? এটাই এখন টক অব দ্য টাউন। লিটন দাসের কথা বললেও সেখানে রয়েছে শঙ্কা। কেননা টাইগার এই ব্যাটার সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগছেন। যে কারণে লিটনের অধিনায়ক হওয়ার সম্ভাবনা কম।
ফলে নাজমুল হোসেন শান্তর নামও আসতে পারে নতুন অধিনায়কের তালিকায়। দেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ (মঙ্গলবার) শেষ ম্যাচে অভিষেক হয়েছে শান্তর। যে কারণে তিনি বিশ্বকাপেও নেতৃত্বের দৌড়ে থাকবেন। এছাড়া দীর্ঘদিন ধরে অধিনায়কের প্রসঙ্গ আসলেই নাম দেখা যায় মেহেদী হাসান মিরাজের। সে কারণে সম্ভাবনা রয়েছে তারও।
এসএইচ/এএইচএস