বৃষ্টিতেও অনুশীলন শরিফুল-তাসকিনের
মাঠে চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের সিরিজ। ওয়ানডে বিশ্বকাপের আগে এই সিরিজটিই টাইগার ক্রিকেটারদের পরীক্ষার শেষ সুযোগ। তবে এই সিরিজে বিশ্রাম পাচ্ছেন বিশ্বকাপ একাদশে নিশ্চিত থাকা অনেক খেলোয়াড়। ইনজুরি ঝুঁকি এড়াতে আর এশিয়া কাপের পর বিশ্রামের সুযোগ করে দিতেই অনেকটা রিজার্ভ দল নিয়ে মাঠে বাংলাদেশ।
মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে দুপুর দুইটায় শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ। সাধারণ দর্শক বা ক্যামেরার লেন্সের চোখ স্বাভাবিকভাবেই মিরপুরের মূল মাঠে। তবে মিরপুর একাডেমি মাঠে দেখা গেল অন্য এক চিত্র। বিশ্রামে থাকলেও দুই পেসার তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম এসেছেন অনুশীলন করতে।
শনিবার মিরপুরের আকাশ থেকে সকাল এগারোটা থেকেই পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরপর বারোটা নাগাদ দেখা গেল তাসকিন এবং শরিফুলকে বল হাতে অনুশীলন করতে। দুই পেসার মিলে চেষ্টা করছেন বিশ্বকাপের আগে নিজেদের গড়ে তুলতে।
নতুন বলে বাংলাদেশের বর ভরসার নাম এই দুই পেসার। তাসকিনের গতি আর শরিফুলের আগ্রাসন বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে ভাল কিছু করার। তারা নিজেরাও হয়ত নিজেদের উপর থাকা চাপের কথা। একাডেমি মাঠে দুজনের সিরিয়াসনেস অন্তত সেই বার্তাই দিল।
এসএইচ/জেএ