পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
বেশ কয়েক দিনে ধরেই পাকিস্তান ক্রিকেটের হট টপিক ছিল বিশ্বকাপ স্কোয়াড। গতকাল জানা যায়, ২২ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশেষে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করলেন পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক।
চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যান নাসিম শাহ। একই কারণে এই পেসারকে রাখা হয়নি বিশ্বকাপ দলেও। তার পরিবর্তে লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন হাসান আলী। আরেক পেসার হারিস রউফকে নিয়ে কিছুটা শঙ্কা ছিল। তবে সেটা কেটে গেছে। তিনি দলে আছেন।
গুঞ্জন ছিল দলে জায়গা হারাচ্ছেন শাদাব খান। তবে সেটা বাতাসে উড়ে গেছে। শাদাব দলেতো আছেনই, একই সঙ্গে সহ অধিনায়কের দায়িত্বেও বহাল আছেন।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড-
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, ইফতিখার আহমেদ, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান আলী আগা, ওসামা মীর, সৌদ শাকিল, হাসান আলী।
রিজার্ভ ক্রিকেটার- মোহাম্মদ হারিস, আবরার আহমাদ, জামান খান।
এইচজেএস