কোন বাংলাদেশিকে আইপিএলে দেখছেন পাঠান
ফ্র্যাঞ্চাইজভিত্তিক টুর্নামেন্ট আইপিএল যেন ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় ব্র্যান্ড। ভারতের এই টি-টোয়েন্টি ফরম্যাটের লিগে খেলতে মুখিয়ে থাকেন ক্রিকেটাররা। অনেক ক্রিকেটারের উত্থানের গল্পটা লিখে দিয়েছিল এই আইপিএল। বাংলাদেশের মুস্তাফিজকেও বড় তারকা হয়ে ওঠার উপলক্ষ্য এনে দিয়েছিল আইপিএল দল সানরাইজার্স হায়দ্রাবাদ।
শুরু থেকেই আইপিএলে বাংলাদেশের উপস্থিতি বেশ সীমিত। অনেকেরই নাম শোনা গিয়েছে, তবে নিজেদের নিয়মিত করতে পেরেছেন কেবল সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। তাসকিন আহমেদের নাম শোনা গেলেও তাকে দেখা যায়নি এই লিগে। তবে এবারের আইপিএলে বেশ কয়েকজন বাংলাদেশিকে সম্ভাবনাময় হিসেবে দেখছেন সাবেক ভারতীয় পেসার ইরফান খান।
এশিয়া কাপের ফাইনাল শেষে প্রেমাদাসায় বাংলাদেশের গণমাধ্যমের মুখোমুখি হন ইরফান পাঠান। তখনই জানতে চাওয়া হয়, বাংলাদেশিদের আইপিএল যাত্রা নিয়ে। জবাবে ইরফান সরাসরি উত্তর না দিলেও আভাস দিয়েছেন বেশ কিছু নামের, ‘আইপিএলে দেখতে চাই, এমন যেকোনো একজন বাংলাদেশির নাম বলা কঠিন। তবে একটা জিনিস বলতে চাই, বাংলাদেশের ফাস্ট বোলিং লাইনআপ নিয়ে আমি অনেক রোমাঞ্চিত। আগে দেখেছি শুধু মাশরাফিকে, এরপর এলো মোস্তাফিজ। এখন অনেক ভালো বোলার আছে। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ। হাসানের বোলিংয়ে আমি মুগ্ধ। এখন তিন-চারজন দারুণ ফাস্ট বোলার আছে, যারা বাংলাদেশকে অনেক কিছু দিতে পারে। বাংলাদেশ সৌভাগ্যবান।’
ভারতের বিপক্ষে ৬ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছিল বাংলাদেশ। ম্যাচশেষে বাংলাদেশের স্তুতি করতে তাই ভুল করলেন না তিনি, ‘অন্য কোনো দল থাকলে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতা তৈরি করত, এমনটা ভাবতে চাই না। বাংলাদেশ ম্যাচ জিতেছে, দেখিয়েছে তারা কী করতে পারে। সাকিব ও অন্য স্পিনার এবং পেসাররা ভালো করেছে। তবে ওই ম্যাচে কিন্তু ভারত মূল একাদশ খেলায়নি। ভারত মূল একাদশ নিয়ে খেললে আমি মনে করি অন্তত এই এশিয়া কাপে ভারতের বিপক্ষে কেউই জিততে পারত না।’
এসএইচ/জেএ