রেকর্ডবুক তোলপাড় সিরাজের
এক ম্যাচ দিয়েই রেকর্ডবইয়ের পাতাটাই যেন বদলে দিলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। বল হাতে নেওয়ার পর এমন কিছু হয়ত তিনি নিজেও কল্পনা করেননি। কিন্তু, এশিয়া কাপের নিজের স্পেল শেষে হয়ত কিছুটা গর্ব সিরাজ করতেই পারেন। আগ্রাসী এই বোলার যে আজ একাই ধসিয়ে দিয়েছেন লঙ্কানদের স্বপ্ন।
ইনিংসের দ্বিতীয় এবং নিজের প্রথম ওভারেই চার লঙ্কান ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছিলেন সিরাজ। আর তখনই প্রথম রেকর্ডবইয়ের নিজের নাম তুলেছেন তিনি। এক ওভারে চার উইকেট নেওয়ার কীর্তিতে সিরাজ চতুর্থ।
বল বাই বল ডেটা যখন থেকে রাখা হচ্ছে, তাতে চামিন্দা ভাসের রেকর্ড ছুঁলেন মোহাম্মদ সিরাজ। আজ ১৬ বলের মধ্যেই ৫ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার। ভাস ১৬তম বলে পঞ্চম উইকেটটি নিয়েছিলেন ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে। সেবার ভালোবাসা দিবসের ম্যাচে প্রথম ওভারেই বাংলাদেশের ৪ উইকেট নিয়েছিলেন ভাস। সেই কীর্তিতেও অবশ্য আগেই ভাগ বসিয়েছেন তিনি।
এশিয়া কাপের সেরা বোলিং ফিগারেও আছেন সিরাজ। ২০০৮ ফাইনালে ভারতের বিপক্ষেই ১৩ রান ৬ উইকেট নিয়েছিলেন লঙ্কান রহস্যময় স্পিনার অজন্তা মেন্ডিস। এবার সেই একই মঞ্চে লঙ্কান ব্যাটারদের বিপক্ষে নতুন কীর্তি গড়লেন সিরাজ। যেখানে তার বোলিং ফিগারটাও ২১ রানে ৬ উইকেট।
প্রথম দশ ওভারে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকাতেও নিজেকে সবার উপরে নিয়ে গিয়েছেন এই পেসার। দশ ওভারের মাঝে আজ ৫ উইকেট নিয়েছেন তিনি। এর আগে ৪ উইকেট ছিল জাভাগাল শ্রীনাথ, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ।
এক নজরে সিরাজের যত কীর্তি
- মাত্র চতুর্থ বোলার হিসেবে এক ওভারে চার উইকেট
- বল বাই বল হিসেবে যৌথভাবে দ্রুততম ৫ উইকেট (১৬ বলে)
- এশিয়া কাপের ইতিহাসে দ্বিতীয় সেরা বোলিং ফিগার (২১/৬)
- ভারতীয় বোলারদের মধ্য দশ ওভারে সবচেয়ে বেশি উইকেট (৫টি)
জেএ