বিশ্বকাপে বড় দল হয়ে ওঠার ইঙ্গিত সাকিবের
চলমান এশিয়া কাপ শুরুর আগে থেকেই চলছে বাংলাদেশ দলে ইনজুরির মিছিল। শুরুতে ছিটকে পড়েন পেসার এবাদত হোসেন, পরবর্তীতে জ্বরের কারণে গ্রুপ পর্বে খেলতে পারেননি ওপেনার লিটন দাস। এরপর গ্রুপ পর্ব খেলেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে পাকিস্তান থেকে দেশে ফিরে আসেন ফর্মে থাকা ব্যাটার নাজমুল হোসেন শান্ত।
আরও পড়ুন- ভারতবধে সাকিবদের অভিনন্দন তামিমের
আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দল সম্পর্কে শুক্রবার ভারতের বিপক্ষে ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসানের কাছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয় আমাদের খুব ভালো দল আছে। অনেক ইনজুরি ছিল। এশিয়া কাপে প্লেয়ারদের আসা-যাওয়া আমাদের সাহায্য করেনি। আশা করি আমরা বিশ্বকাপে পুরো ফিট দল পাব। তাহলে আমরা ভয়ংকর দল হব।’
আরও পড়ুন- ভারতকে হারানোর পর যা বললেন সাকিব পত্নী শিশির
ভারতের বিপক্ষে ব্যাট হাতে ৮৫ বলে ৮০ রান এবং বল হাতে ১ উইকেট সংগ্রহ করার ফলে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন সাকিব। অবশ্য ম্যাচ শেষে সতীর্থরা কৃতিত্ব দিয়ে প্রশংসায় ভাসিয়েছেন অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিবকে। একইসঙ্গে প্রশংসায় ভাসিয়েছেন শেখ মেহেদীকেও।
আরও পড়ুন- রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
সাকিব বলেন, ‘যখন মাহেদী বল করছিল, সহজ ছিল না। ও এসে আমাদের ব্রেক থ্রু দিয়েছে। সাধারণত অফ স্পিনার ডান হাতিদের উইকেট পায় না। ও আমাদের সেটা এনে দিয়েছিল। শেষদিকে টানা পাঁচ ওভার করাও সহজ ছিল না। আবার সাকিবকেও কৃতিত্ব দিতে হবে। সে নতুনভাবে যেভাবে বল করেছে, দুটা উইকেট এনে দিয়েছে। আমাদের দরকারি বিশ্বাসটা এনে দিয়েছে। ওখান থেকে আমরা ফিল্ডিংও ভালো করেছি। অনেক ইতিবাচক দিক আছে।’
এসএইচ/এমজে