আর্জেন্টিনার জালে মরক্কোর ৭ গোল
গোলসংখ্যা ‘৭’ নিয়ে ফুটবলে হাস্যরসের অনেক নমুনার দেখা মেলে। সেই সাত গোল এবার আর্জেন্টিনার কপালেও জুটেছে। মরক্কোর কাছে ফুটসাল প্রীতি ম্যাচে আকাশী-সাদা জার্সিধারীরা হেরেছে ৭-০ গোলে।
মরক্কোর মাঠে সফরকারী আর্জেন্টিনা কোনো পাত্তাই পায়নি। শুরু থেকে স্বাগতিকরা তাদের জাল কাঁপিয়েছে, যা ম্যাচের শেষ পর্যন্তই অব্যাহত রাখে।