পেরুর জালে ব্রাজিলের ১৫ গোল
দুদিন আগেই পেরুর বিপক্ষে ঘাম ঝরানো এক জয় পেয়েছে ব্রাজিল। ফিফা বিশ্বকাপ ২০২৬ এর বাছাইপর্বের ম্যাচে স্বাগতিকদের বিরুদ্ধে সেলেসাওদের জয় এসেছিল ১-০ গোলের ব্যবধানে। তবে এবার সেই পেরুকে নিয়েই রীতিমত ছেলেখেলা করেছে ব্রাজিল। যদিও সেটা ভিন্ন রকম এক প্রতিযোগিতায়। ফুটবলেরই আরেক সংস্করণ ফুটসালে পেরুকে উড়িয়ে দিয়েছে ব্রাজিলের তরুণ দল।
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পেরুকে ১৫ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ব্রাজিল। বুধবার (১৩ সেপ্টেম্বর) চ্যাম্পিয়নশিপের গ্রুপ 'বি'র চতুর্থ রাউন্ডের খেলায় এমন কীর্তি গড়ে ব্রাজিলের যুবারা।
'সুদামেরিকানো সাব-২০' নামে পরিচিত এই প্রতিযোগিতার ইতিহাসে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। টানা তৃতীয় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল।
ব্রাজিলের জয়ের দিনে জয় পেয়েছে আরেক ফেবারিট আর্জেন্টিনাও। ইকুয়েডরকে ৫-০ গোলে হারিয়েছে তারা। তাতে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে তাদেরও।
ইনডোর ফুটবলের আসর ফুটসালের এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল ব্রাজিল। এখন পর্যন্ত সাতবার চ্যাম্পিয়ন হয়েছে সেলসাওরা। প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নও তারা।
জেএ