‘বেবি মালিঙ্গা’কে দলে নিল সাকিবরা
একের পর এক চমক দিয়েই চলেছে বিপিএলের রংপুর ফ্র্যাঞ্চাইজি। দেশীয় ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসানকে দলে ভিড়িয়ে প্রথম আলোচনায় এসেছিল তারা। এবার আসন্ন ২০২৪ মৌসুমের জন্য শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে দলে ভিড়িয়েছে সাকিব আল হাসানের দল।
আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে এক বার্তা দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। এটি তাদের এবারের বিপিএলে তৃতীয় বিদেশি সাইনিং। এর আগে পাকিস্তানের বাবর আজম এবং শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দলে ভেড়ায় ২০১৭ আসরের চ্যাম্পিয়নরা।
এর আগে গত সপ্তাহে তিনটি সূত্র দিয়ে হাসারাঙ্গার দলে অন্তর্ভুক্তির বিষয়ে নিশ্চিত করে রংপুর রাইডার্স। যেখানে বলা হয়েছে, তিনি একজন লঙ্কান অলরাউন্ডার, তিনি ওডিআই অভিষেকেই হ্যাটট্রিক করেছিলেন এবং সর্বশেষ ২০২৩ লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) তিনি টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছিলেন। সব মিলিয়ে দেখা যাচ্ছে রংপুরের নতুন খেলোয়াড় ওয়ানিন্দু হাসারাঙ্গা। একইরকম সূত্র দিয়ে পরিচিত করা হয়েছিল পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকেও।
২০ বছর বয়েসী পাথিরানা তার বৈচিত্র্যময় অ্যাকশনের কারণে এরইমাঝে সুনাম কুড়িয়েছেন। লঙ্কান লিজেন্ড লাসিথ মালিঙ্গার অনুরূপ বোলিং অ্যাকশনের কারণে আলোচনায় আসেন তিনি। আইপিএলে মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলেছেন চেন্নাই সুপার কিংসে। সেখানেই নিজেকে আরও পরিণত করেছেন। ফ্র্যাঞ্চাইজ লিগের ৩০ টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৩৮ উইকেট। আর আন্তর্জাতিক ওয়ানডে ফরম্যাটে ৮ ম্যাচে তার উইকেট ১২টি।
উল্লেখ্য, দুবাইয়ে অনুষ্ঠিত আইএল টি-টোয়েন্টিতেও দল পেয়েছেন পাথিরানা। প্রায় একই সময়ে অনুষ্ঠিত হবে বিপিএল। জানা যায়, আইএল টি-টোয়েন্টি শেষ করেই বাংলাদেশে আসবেন বেবি মালিঙ্গা।
এসএইচ/জেএ