শোচনীয় হারের পর জার্মান কোচ বরখাস্ত
সর্বশেষ কাতার বিশ্বকাপেও চরম বাজে সময় পার করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। টানা দুই বিশ্বকাপে তারা প্রথম রাউন্ড থেকেই বাড়ির পথ ধরে। সেই হারের বৃত্ত থেকে তারা বিশ্বকাপ পরবর্তী সময়েও বের হতে পারেনি। সর্বশেষ গতকাল (শনিবার) রাতে প্রীতি ম্যাচে জাপানের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় হ্যান্সি ফ্লিকের দল। এরপর থেকে তার চাকরিচ্যুত হওয়া নিয়ে গুঞ্জন চলছিল। এবার সেটাই ঘটলো, ৫৮ বছর বয়সী এই কোচকে বরখাস্ত করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএফবি বলছে, ‘সম্প্রতি হতাশাজনক পরাজয়ের পর পুরুষ জাতীয় দলের দায়িত্বে নতুন কাউকে বসানোর সিদ্ধান্ত নিয়েছে কমিটি। ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগেই আমাদের ফুটবলারদের জন্য আশা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। তবে সত্যি বলতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য খুব কঠিন ছিল। হ্যান্সি ফ্লিক এবং তার সহযোগীসহ সবার অবদানের প্রশংসা করছি। তবে সবকিছুর ঊর্ধ্বে খেলার ফলাফল এবং সেটিকেই অগ্রাধিকার দিচ্ছে ডিএফবি। তাই এই সিদ্ধান্ত নেওয়া অপরিহার্য।’
— ESPN FC (@ESPNFC) September 10, 2023
জার্মান কোচ ফ্লিকই নন, তার সহকারী দুই কোচ মার্কাস সর্গ এবং ড্যানি রোহলকেও একইসঙ্গে বরখাস্ত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রুডি ফোলারকে নিয়োগ দিয়েছেন ডিএফবি। তাকে সহায়তা করবেন হ্যানেস উলফ এবং স্যান্ড্রো ওয়াগনার। আগামী মঙ্গলবার ডর্টমুন্ডে দলের দায়িত্ব নেবেন তারা।
— Fabrizio Romano (@FabrizioRomano) September 10, 2023
গতকাল ঘরের মাঠে জাপানের কাছে ৪-১ গোলের ব্যবধানে হারে জার্মানি। যে কারণে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েন ফ্লিক। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে হতাশাজনক বিদায়ের পরও ঘুরে দাঁড়াতে পারেননি ফ্লিকের জার্মানি। সবশেষ চার ম্যাচে তারা জয়ের দেখা পায়নি। যারমধ্যে তিনটিতেই হেরেছে তারা। ফলে দুই বছর পরই বিদায় নিতে হলো কোচ ফ্লিকে-কে।
ফ্লিকের অধীনে ২৫ ম্যাচের মধ্যে মাত্র ১২টিতে জয় পায় জার্মানি। এর আগে ২০২১ সালের আগস্টে তিনি জোয়াকিম লো-র স্থলাভিষিক্ত হন। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ বারের বিশ্বচ্যাম্পিয়নরা কাতার বিশ্বকাপের শোচনীয় পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। ডিএফবি এখন পরবর্তী ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের আগে ফ্লিকের দীর্ঘমেয়াদী উত্তরসূরি নিয়োগ করতে কাজ করবে। যার জন্য নয় মাস সময় পাচ্ছে জার্মানি।
এএইচএস