বার্সেলোনার পর স্পেনের হয়ে লামিনের ইতিহাস
বার্সেলোনার হয়ে মাঠে নেমেই ইতিহাস গড়েছিলেন লামিনে ইয়ামাল। স্প্যানিশ জায়ান্টদের হয়ে গত মৌসুমে তিনি সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করেছিলেন। এরপর স্পেন জাতীয় দলে লামিনের ডাক পাওয়াটা ছিল অবাক করার মতো। কাতার বিশ্বকাপে প্রতিভাবান ও তরুণ নির্ভর দল গড়লেও, অভিজ্ঞ ফুটবলার কম থাকায় দারুণ মাশুল দিতে হয় স্পেনকে। সে কারণে চমক দিয়ে লামিনের দলে অন্তর্ভুক্তি হলেও, তার পায়ে ইতিহাস গড়ার স্বপ্নও দেখছিলেন অনেকে।
গতকাল (শুক্রবার) রাতে স্প্যানিশরা ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে জর্জিয়ার মুখোমুখি হয়েছিল। ম্যাচের ৪৪তম মিনিটে দানি অলমোর বদলি হিসেবে নামানো হয় লামিনেকে। ফলে মাত্র ১৬ বছর ৫৭ দিন বয়সেই এই উইঙ্গারের আন্তর্জাতিক অভিষেক ঘটে। অভিষেক ম্যাচকে গোল দিয়ে আরও রঙিন করে নিয়েছেন লামিনে ইয়ামাল।
— Barça Buzz (@Barca_Buzz) September 8, 2023
এর আগে ২০২১ সালের অক্টোবরে স্পেনের হয়ে ইতালির বিপক্ষে ১৭ বছর ৬২ দিন বয়সে অভিষেক হয়েছিল মিডফিল্ডার গাভির। পরের বছর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জাতীয় দলে নিজের প্রথম গোলটি করেছিলেন তিনি। তখন তার বয়স ছিল ১৭ বছর ৩০৪ দিন। দুটিই ছিল স্পেনের হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের কীর্তি। লামিনে এবার গাভির দুটি রেকর্ডই ভাগিয়ে দিয়েছেন।
আরও পড়ুন >> এবার রুবিয়ালেসের নামে হারমোসোর মামলা
ম্যাচের ৭৪তম মিনিটে নিকো উইলিয়ামসের পাসে ডি-বক্সের ভেতর থেকে বাঁকানো শটে জাল খুঁজে নেন তিনি। জর্জিয়ার বিপক্ষে ম্যাচটিতে সবমিলিয়ে তিনটি কীর্তিতে নাম লেখান লামিনে ইয়ামাল। ইউরোর বাছাইয়ে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ডও এখন তার। তিনি পেছনে ফেলেছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ড গ্যারেথ বেলকে। ওয়েলসের হয়ে ২০০৬ সালে তিনি স্লোভাকিয়ার বিপক্ষে ১৭ বছর ৮৩ দিন বয়সে গোল করেছিলেন।
— B/R Football (@brfootball) September 8, 2023
স্প্যানিশদের বিশাল জয়ে মূল ভূমিকা পালন করেন অধিনায়ক আলভারো মোরাতা। অ্যাথলেটিকো মাদ্রিদের এই স্ট্রাইকার ম্যাচে হ্যাটট্রিক করেছেন। এছাড়া গোল পেয়েছেন অলমো ও উইলিয়ামস। আরেকটি গোল হয় আত্মঘাতী। ফলে জর্জিয়া ৭-১ গোলে বিধ্বস্ত হয় স্প্যানিশদের কাছে।
এএইচএস