অস্ট্রেলিয়ায় চোখ বাংলাদেশ কোচের
১২ ও ১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে খেলা নির্ভর করছে মালদ্বীপের বিপক্ষে এই দুই ম্যাচের ফলাফলের ওপর। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ছিল মূলত বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি।
বাংলাদেশ দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বিশ্বকাপ বাছাই নিয়ে বেশ আশাবাদী, 'এই দুই ম্যাচ পর আমি আশাবাদী আমরা মালদ্বীপের জন্য সম্পূর্ণ প্রস্তত। মালদ্বীপ পর্ব পেরিয়ে আমরা অস্ট্রেলিয়া গিয়ে খেলব সেটাও ভাবছি।' বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ পর্ব পার হলে বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার গ্রুপে পড়বে। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচই অস্ট্রেলিয়ায় গিয়ে খেলতে হবে।
১২ অক্টোবর মালদ্বীপের মালেতে বিশ্বকাপ বাছাই প্লে অফের প্রথম লেগ। আজকের ম্যাচের পর এক মাস বিরতি। এর মধ্যে জাতীয় দলের কোনো খেলা নেই। এ নিয়ে অবশ্য উদ্বিগ্ন নন কোচ, 'এশিয়ান গেমসে অনেক ফুটবলার অংশগ্রহণ করছে। অনেক ছেলেরাই খেলার মধ্যে থাকবে। আবার অনেকে এএফসি কাপে (বসুন্ধরা কিংসের ফুটবলাররা) অংশ নেবে। প্রায় সবাই আন্তর্জাতিক অঙ্গনেই থাকবে।’
বিশ্বকাপ বাছাই প্লে অফের আগে বাস্তবিক অর্থে অনুশীলন ম্যাচ খেলার সম্ভাবনা নেই বাংলাদেশের। অনুশীলন ম্যাচ নিয়ে কোচের মতামত, 'প্রস্তুতি ম্যাচ হলে ভালো। যদি কোনো ক্লাব বা অন্য কোন দল পাওয়া যায়। না হলেও সমস্যা হবে না আমাদের খেলোয়াড়রা সবাই প্রস্তুতির মধ্যেই থাকবে।’
বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফের প্রথম লেগ ১২ অক্টোবর মালেতে অনুষ্ঠিত হবে। ফিরতি লেগ ১৭ অক্টোবর বাংলাদেশে। বাফুফে কোন স্টেডিয়ামে হোম ম্যাচ আয়োজন করবে এটির এখনো সিদ্ধান্ত নেয়নি।
এজেড/এইচজেএস