আগ্রহ কমছে ভারত-পাকিস্তান ম্যাচের!
দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কমতি থাকে না। তবে দেশ দুটির রাজনৈতিক উত্তাপ হরহামেশা মুখোমুখি হতে দেয় না তাদের। কেবল বড় টুর্নামেন্ট এলেই ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এই লড়াই দেখতে পারেন ভক্তরা। চলমান এশিয়া কাপ তাদের সেই সুযোগ এনে দিয়েছে। তবুও পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচের টিকিট অবিক্রিত থেকে গেছে অর্ধেকের মতো। যার কারণে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকদের আগ্রহ কমছে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে!
শ্রীলঙ্কান এক ক্রিকেট কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ‘শনিবারের ম্যাচের সব টিকিট বিক্রি হয়নি। সেটা গ্যালারি দেখলেই বোঝা যায়। প্রতিদিন বিকেলে কলম্বো এবং ক্যান্ডির স্টেডিয়ামে টিকিট বিক্রি করা হয়েছিল। কিন্তু গ্র্যান্ড স্ট্যান্ডের বেশি দামের অধিকাংশ টিকিট বিক্রি হয়নি।’
দেশটির আরেক ব্যবসায়ী বলছেন, ‘ম্যাচের দিন সকালেও টিকিট বিক্রি হয়েছে স্টেডিয়ামে। ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট সব বিক্রি হয়নি, এটা অভাবনীয়। টিকিট পাব না ধরে নিয়েই সকালে স্টেডিয়ামে এসেছিলাম।’
আরও পড়ুন >> মাঠেই নামাজ আদায় করলেন পাকিস্তানি খেলোয়াড়রা
হাইভোল্টেজ এই ম্যাচের টিকিট বিক্রি না হওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে বলে মনে করছেন তারা। শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এশিয়া কাপের আগে থেকেই আবহাওয়ার খবরে বৃষ্টির অধিক সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। যা চলমান ভারত-পাকিস্তানে একাধিকবার দেখা গেছে। বৃষ্টির বাগড়ায় কয়েকবারই ম্যাচটি বন্ধ হয়ে যায়। বৃষ্টির এমন শঙ্কার কথা জানার কারণেই হয়তো টিকিট কেনায় অনাগ্রহ দেখিয়েছেন দর্শকরা।
আরেকটি কারণ হতে পারে শ্রীলঙ্কার আর্থিক সঙ্কট। অনেকদিন ধরেই শ্রীলঙ্কায় অর্থনৈতিক দুরবস্থা লেগে আছে। প্রতিদিনের প্রয়োজন মেটাতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। সেখানে ক্রিকেট ম্যাচ দেখতে যাওয়া তাদের পক্ষে কিছুটা কঠিনই বটে। তবে একই মাঠে এর আগে স্বাগতিকদের সঙ্গে খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে তুলনামূলক বেশি দর্শক দেখা গিয়েছিল।
আরও পড়ুন >> বিসিসিআই কর্তাদের জন্য পিসিবির বুলেটপ্রুফ গাড়ি
শ্রীলঙ্কার এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা সত্যি ভাবতে পারিনি ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট পড়ে থাকবে। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সাধারণ মানুষের জন্য একটু বেশি হতে পারে। কিন্তু কম দামের টিকিটও অবিক্রিত থাকবে, এটা অবিশ্বাস্য।’
ভারত-পাকিস্তান ম্যাচের সবচেয়ে কম দামের টিকিট ছিল শ্রীলঙ্কান মুদ্রায় ৬৪০০ রুপি। টিকিট বিক্রির অবস্থা দেখে শুক্রবার সেই টিকিটের দাম কমিয়ে ১৫০০ রুপিতে নামিয়ে আনা হয়। তাতেও টিকিট বিক্রি বৃদ্ধি না পাওয়ায় ভারতের দু’টি ম্যাচের টিকিট (পাকিস্তান এবং নেপাল) একত্রে ২৫৬০ রুপিতে বিক্রি করার সিদ্ধান্ত নেন ক্রিকেট কর্তারা। তাতেও সুফল মেলেনি। ভারত-পাকিস্তান ম্যাচের সর্বোচ্চ টিকিট ছিল ৬৪ হাজার শ্রীলঙ্কান রুপির। সেই টিকিটও খুবই কম বিক্রি হয়েছে।
এএইচএস