সেঞ্চুরি নয়, শান্তর আক্ষেপ অন্য জায়গায়
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয় বরণ করতে হয়েছে বাংলাদেশ দলকে। বৃহস্পতিবার প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে টাইগার ব্যাটাররা। তবে একপাশ ইনিংসের শুরু থেকেই আগলে রেখে খেলতে থাকেন তিনে নামা নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরির আশা জাগিয়ে টপ অর্ডার এই ব্যাটার ফিরেছেন ৮৯ রান করে।
ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন শান্ত। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়েছিল সেঞ্চুরি মিস করাই আক্ষেপ আছে কিনা। অবশ্য এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘না আক্ষেপ নেই, আক্ষেপ একটাই আছে, যদি আমি পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারতাম। এটা যদি করতে পারতাম ভালো লাগত।’
আরও পড়ুন : ব্যাটিংয়ে ভালো করতে না পারায় হতাশ সাকিব
শ্রীলঙ্কার হয়ে ৩২ রান খরচায় ৪ উইকেট নেন মাথিশা পাথিরানা। মূলত ডানহাতি এই পেসারের আগুনেই পুড়েছে বাংলাদেশ দলের ব্যাটাররা। এছাড়া লঙ্কান স্পিনার মহেশ থিকশানা নেন ২টি উইকেট। এশিয়া কাপে লঙ্কান দলের অভিজ্ঞ বোলাররা নেই স্কোয়াডে। পুরোপুরি তারুণ্যে ভরা বোলিং লাইনআপের বিপক্ষে দলগতভাবে ভালো ব্যাটিং করতে না পারারও আক্ষেপ আছে শান্তর মনে।
আরও পড়ুন : হার দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
টাইগার এই ব্যাটার বলছিলেন, ‘আমরা এমন বোলিংয়ের বিপক্ষেও ভালো করে এসেছি। আজকে হয়নি, আশা করি সামনের ম্যাচে ভালো হবে। উইকেট দেখে মনে হয়েছে আমাদের ব্যাটিং করা উচিত। আমরা সবাই ক্যাপ্টেন, কোচ একমত ছিলাম সিদ্ধান্তের ব্যাপারে।’
বাংলাদেশ দল ভালো ব্যাটিং করতে পারেনি। তবে পাল্লেকেল্লের উইকেট সহজ ছিল না এটাও বলছেন শান্ত। অবশ্য বাঁহাতি এই ব্যাটারের দাবি চাইলে আরও ভালো ব্যাটিং করতে পারত বাংলাদেশ দল, ‘আমরা ভালো ব্যাটিং করিনি। আমি বলব না উইকেট সহজ ছিল। কিন্তু আমরা চাইলে আরও ভালো ব্যাটিং করতে পারতাম।’
এসএইচ/এসকেডি