মেসিকে নিয়ে কলম্বিয়ান র্যাপারের গান
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির বর্তমান সময়টা একজন সুখী মানুষের উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে! পিএসজি থেকে মাস দুয়েক আগে তিনি আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন। এরপরের দৃশ্যটা এরকম— ৮ ম্যাচে ১০ গোল, লিগস কাপের চ্যাম্পিয়ন, কনকাকাফে উত্তীর্ণ। এমনকি আরও একটি শিরোপা অপেক্ষা করছে মেসিদের জন্য। সেই সুসময়ে তাকে উৎসর্গ করে বানানো একটি গানও প্রকাশিত হয়েছে। সেই ভিডিওতে অংশ নিয়েছেন এই মায়ামি অধিনায়কও।
সম্প্রতি আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে মেসি সর্বোচ্চ ৪৪তম শিরোপা জিতেছেন। এর আগেই অবশ্য মিউজিক ভিডিওটি বানানো হয় বলে জানা গেছে। ‘ট্রফি’ শিরোনামে মিউজিক ভিডিওটি আর্জেন্টাইন অধিনায়ককে উৎসর্গ করেছেন কলম্বিয়ার জনপ্রিয় র্যাপার মালুমা।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিও শেয়ার করেছেন এই র্যাপার। ৪ মিনিট ৮ সেকেন্ডের মিউজিক ভিডিওতে মেসিকেও দেখা গেছে। গানের শেষ দিকে র্যাপার মালুমা মেসির জার্সি পরে মায়ামির ডিআরভি পিএনকে স্টেডিয়ামে প্রবেশ করেন। যেখানে একটি ট্রফি হাতে সেন্টার স্পটে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মায়ামি অধিনায়ককে। ওই শিল্পীর সঙ্গে আলিঙ্গন এবং হাতে ট্রফি তুলে দিয়ে তিনি মাঠ ছেড়ে যান। ট্রফি নিয়ে কিছুক্ষণ গান করার এক পর্যায়ে মালুমা সেটি উঁচিয়ে ধরেন।
আরও পড়ুন >> দেখা হয়ে গেল মেসি-জোকোভিচের
গোটের একটি ইমোজি দিয়ে সামাজিক মাধ্যমে ছোট একটি ক্লিপ শেয়ার করেছেনে মালুমা। ক্যাপশনে লিখেছেন, ‘সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের প্রতি উৎসর্গ করছি।’ পুয়ের্তো-রিকোর র্যাপার ইয়ান্ডেলের সঙ্গে যৌথভাবে মালুমা গানটি শুরু করেন। দুই র্যাপারের গান করার সময় তাদের পেছনে নাচতে দেখা যায় বেশ কয়েকজন নৃত্যশিল্পীকেও।
আমেরিকান ক্লাবটিতে যোগ দিয়েই ৩৫ বছরের আর্জেন্টাইন মহাতারকা যেন তরুণ বয়সটাকে ফিরিয়ে আনলেন! কয়েকদিন আগেই মায়ামিকে লিগস কাপের চ্যাম্পিয়ন বানিয়েছেন টানা সাত ম্যাচে গোল করা মেসি। যার মাধ্যমে টুর্নামেন্টসেরার পাশাপাশি তিনি সর্বোচ্চ গোলদাতারও পুরস্কার জেতেন। নতুন করে ইউএস ওপেন কাপেরও ফাইনালের টিকিট কেটেছে মায়ামি। যা জিতলে সর্বোচ্চ ট্রফিধারী এই তারকা ফরোয়ার্ডের অর্জন হবে ৪৫টি শিরোপা!
এএইচএস