আলহামদুলিল্লাহ, আমার জীবনের সেরা দিন : রিয়াদ
গত মার্চ মাসের পর মাহমুদউল্লাহ রিয়াদকে আর বিবেচনায় নেয়নি টিম ম্যানেজমেন্ট। বিশ্রামের আড়ালে একের পর এক সিরিজে কেবল বাদ পড়ছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। সর্বশেষ ঘোষিত এশিয়া কাপের স্কোয়াডেও তাকে রাখা হয়নি। অনেকের ধারণা ছিল, বিশ্বকাপেও উপেক্ষিতই থেকে যাবেন ‘সাইলেন্ট কিলার’। তবে আশার কথা হচ্ছে চন্ডিকা হাথুরুসিংহের বিশ্বকাপ ভাবনায় আছেন রিয়াদ।
আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টের মূল স্কোয়াড নির্বাচন করা হবে এশিয়া কাপের দলের ওপর ভিত্তি করেই। তবে বিশ্বকাপের আগে যদি সেখানকার কোনো ক্রিকেটার চোটে পড়েন তাহলে বিপাকে পড়তে হবে বিসিবিকে।
জরুরি পরিস্থিতিতে যখন-তখন যে কাউকে প্রয়োজন পড়তে পারে, এই ভাবনা থেকেই মূলত ব্যাক-আপ ক্রিকেটার প্রস্তুত রাখার ভাবনা টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের। সেই দিক বিবেচনা করেই স্কোয়াডের বাইরে মাহমুদউল্লাহ রিয়াদসহ আরো ৮-১০ জন ক্রিকেটারকে প্রস্তুত রাখা হচ্ছে।
Alhamdulillah best days of my life.
Posted by Mahmudullah Riyad on Friday, August 25, 2023
এদিকে, শুক্রবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন মাহমুদউল্লাহ। যেখানে বর্তমানে আলোচনায় থাকা এ ক্রিকেটার ওমরাহ হজ পালনকালে নিজের একটি ছবি শেয়ার করেছেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমার জীবনের সেরা দিন।
রিয়াদকে বিশ্বকাপ দলে ফেরাতে মানবন্ধনসহ নানা কর্মসূচি পালন করছে ভক্তরা। আজ টাইগার এই ক্রিকেটারের পোস্টের মন্তব্যের ঘরেও দলে ফেরানোর দাবি জানিয়েছেন অনেকে।
এফআই