নেপালে ব্যাডমিন্টনে বাংলাদেশের ব্রোঞ্জ ও রৌপ্য জয়
দক্ষিণ এশিয়ান জুনিয়র ব্যাডমিন্টনে টিম ইভেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল ব্রোঞ্জ এবং অনূর্ধ্ব-১৭ রৌপ্য পদক জয় করেছে।
নেপালের কাঠমান্ডুতে দক্ষিণ এশিয়া ব্যাডমিন্টন (অ-১৫ ও ১৭ ) অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দুই বয়সভিত্তিক গ্রুপেই অংশগ্রহণ করে। অ-১৫ বিভাগের এককে মোস্তাকিম ও আফিফা, বালিকা দ্বৈতে আফিফা ও তানজিলা এবং মিশ্র বিভাগে মোস্তাকিম-তানজিলা অংশগ্রহণ করেন।
অ-১৭ বিভাগের এককে সিফাত উল্লাহ ও মাথেরো বিশ্বাস, দ্বৈত বিভাগে রাজন মিয়া-সিফাত উল্লাহ, মাথেরো-সিনথিয়া এবং মিশ্র বিভাগে রাজন-সিনথিয়া অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে তাদের কোচ হিসেবে ছিলেন ওয়াহিদুজ্জামান রাজু।
দক্ষিণ এশিয়ার আগে বাংলাদেশ দল ইন্দোনেশিয়ায় জুনিয়র এশিয়ান টুর্নামেন্টে অংশ নিয়েছিল। সেই টুর্নামেন্টে অবশ্য খুব ভালো ফলাফল আসেনি। এরপরও ফেডারেশন জুনিয়র টুর্নামেন্টে অংশগ্রহণের ধারাবাহিকতা বজায় রেখেছে।
এজেড/