ভারত দলে বন্ধুত্ব না হওয়ার কারণ আইপিএল: অশ্বিন
মাঠে বল হাতে দাপট দেখাচ্ছেন, আর মাঠের বাইরে থাকলে করছেন বিস্ফোরক সব মন্তব্য। ভারতের অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের দিন আপাতত কাটছে এভাবেই। এর আগে বলেছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজের না থাকা নিয়ে। সম্প্রতি বলেছেন, ভারতীয় দলে কেউ বন্ধু নয়, সবাই নাকি সতীর্থ।
অশ্বিনের এমন মন্তব্যের পর বেশ সমালোচনাও তৈরি হয়েছিল। কিন্তু নিজের সেই কথাতেই অটল রইলেন তিনি। বরং নতুন করে আঙুল তুলেছেন আইপিএলের দিকে। আগের সেই কথার প্রেক্ষিতে এই অলরাউন্ডার জানিয়েছেন, ভারতের ক্রিকেটারদের বন্ধুত্ব না হওয়ার সবচেয়ে বড় কারণ আইপিএল।
আরও পড়ুন: বাবা-ছেলেকে আউট করে অশ্বিনের অনন্য রেকর্ড
অশ্বিন অবশ্য জানিয়েছেন, তিনি আগে যা বলেছিলেন, গণমাধ্যমে সেটাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল। আইপিএল আসার আগে সিরিজের পর সিরিজ একসঙ্গে খেলার কারণে ক্রিকেটারদের মধ্যে বন্ধুত্ব হওয়ার সুযোগ ছিল। তবে ঘরোয়া ক্রিকেট ও আইপিএল এর কারণে একে অপরের বিপক্ষে খেলতে হয় তাই বন্ধু হওয়া যায় না-এমনটাই মনে করেন অশ্বিন।
নিজের বক্তব্যের ব্যাখ্যায় অশ্বিন বলেন, 'আমি যেটা বলেছিলাম আর সকলে যা বুঝেছিল সেটা সম্পূর্ণ আলাদা। আমি বলতে চেয়েছিলাম যে, আগে এক একটা সিরিজ অনেক বেশি দিন ধরে চলত। তাই বন্ধুত্ব হওয়ার সুযোগ বেশি থাকত। এখন আমরা সব সময় খেলে যাচ্ছি। তিন ধরনের ক্রিকেট খেলছি। কোথাও আবার একে অপরের বিপক্ষে খেলছি। তাই বন্ধু হওয়া খুব কঠিন। মাঠে লড়াই করতে হলে সেই মানসিকতাটাও প্রয়োজন হয়। তাই বন্ধু হওয়া যায় না।'
তবে ফ্র্যাঞ্চাইজ এই লিগের বিপক্ষে একেবারেও নাখোশ নন অশ্বিনা। একেবারে বন্ধু হয় না এই কথাকেও উড়িয়ে দিয়েছেন তিনি। যদিও আইপিএলের কারণেই ভারতের ড্রেসিংরুমে বন্ধুত্বের সুযোগ কমে যায় বলে বিশ্বাস এই অলরাউন্ডারের।
তিনি বলেন, 'আইপিএলে তিন মাসের জন্য ভারতীয় দলের সতীর্থেরা হয়ে যায় প্রতিপক্ষ। এত বেশি অন্য দলের হয়ে খেললে বন্ধু হওয়া কঠিন। তবে একেবারেই যে বন্ধুত্ব হয় না, সেটা বলা ভুল। কিন্তু হওয়াটা কঠিন। এখন তো এটাই স্বাভাবিক নিয়ম হয়ে গিয়েছে। এতে নেতিবাচক কিছু আছে বলে আমি মনে করি না।'
আরও পড়ুন: বিশ্বকাপ জিততেই হবে, দ্রাবিড়কে বোর্ডের কড়া বার্তা
ভারত জাতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতার জন্য সাবেকদের অনেকেই কাঠগড়ায় তুলেছেন আইপিএলকে। বিশেষ করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর এই আসরকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন সাবেক তারকারা। এবার দলে থাকা সিনিয়র ক্রিকেটারও সরব হলেন এই আয়োজন নিয়ে।
ভারতের হয়ে এখন পর্যন্ত ৯৪টি টেস্ট, ১১৩টি ওয়ানডে এবং ৬৫টি টি-টোয়েন্টি খেলেছেন অশ্বিন। ২০১০ সালের পর থেকেই জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে তার নামের পাশে রয়েছে ৭১২টি উইকেটও। যদিও বর্তমানে রঙিন পোশাকের ক্রিকেটে খুব একটা দেখা যায়না তাকে। টেস্ট ক্রিকেটেই মনোযোগ এখন অশ্বিনের।
জেএ