বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল নিয়ে ডি ভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী
বিশ্বকাপের বাকি নেই দুই মাসও। অক্টোবরে শুরু হতে যাওয়া এবারের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে এরই মধ্যে উত্তাপ ছড়াচ্ছে। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বিশ্লেষকরাও দেওয়া শুরু করেছেন তাদের মতামত। দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটার এবি ডি ভিলিয়াস বেছে নিয়েছেন সম্ভাব্য চার সেমি-ফানালিস্ট। এছাড়া ফাইনালের দুই দলের নামও জানিয়েছেন এই কিংবদন্তি।
ঘরের মাঠে বিশ্বকাপ, এছাড়া ক্রিকেটেরও পরাশক্তি-সব দিক থেকেই মেগা টুর্নামেন্টটিতে ফেভারিট হিসেবেই খেলতে নামবে ভারত। আর তাই স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়াকে সেমিফাইনালে রাখছেন ডি ভিলিয়ার্স। তবে শেষ চারের বাকি তিন দল হিসেবে বেছে নিয়েছেন উপমহাদেশের বাইরের তিন দলকে। ভিলিয়ার্সের চোখে ভারত ছাড়া সেমিফাইনালের বাকি তিন দল-অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন: কপালে থাকলে বিশ্বকাপ জিতব ইনশাআল্লাহ : তামিম
নিজের ইউটিউব চ্যানেলে এক প্রশ্নোত্তর পর্বে ভিলিয়ার্স বলেন, ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া বড় তিনটি দলকে রাখতেই হচ্ছে। তারপর আমি চাই দক্ষিণ আফ্রিকাকে। যদিও পাকিস্তানের ভালো সুযোগ আছে বলে মনে করেন এই ব্যাটিং গ্রেট। তবে পাকিস্তান থেকে এগিয়ে রাখছেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকাকে।
তিনি বলেন, আমি উপমহাদেশের বাইরের তিনটি দল বেছে নিয়েছি। যা খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু আমি এই সিদ্ধান্তেই অটল থাকছি কারণ আমার মনে হয় উইকেট ভালো হবে। আমি মনে না টুর্নামেন্টের সময়কালে উইকেট খারাপ দেখা যাবে।
আরও পড়ুন: বাংলাদেশের ৩ ম্যাচসহ বিশ্বকাপের ৯ খেলার সূচি বদল
বিশ্বকাপের ফাইনালিস্ট নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন প্রোটিয়া কিংবদন্তি। তার মতে, শিরোপার লড়াইয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে ডি ভিলিয়ার্সের চাওয়া নিজের দেশ ফাইনালে থাকুক। তিনি বলেন, আমাদের টিমটা কিছুটা অনভিজ্ঞ হলেও ভালো দল নিঃসন্দেহে।
এফআই