আরেকটি ট্রেবল জয় অসম্ভব : গার্দিওলা
স্বপ্নের মতো আগের মৌসুম কাটিয়েছিল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় কোনো ইংলিশ ক্লাব হিসেবে তারা ট্রেবল জিতেছিল। তবে নতুন মৌসুমের আগে প্রাক-প্রস্তুতি মৌসুমে সম্পূর্ণ উল্টো চিত্র ইতিহাদের দলটির। আবারও ট্রেবল জয় সম্ভব কিনা সেই প্রসঙ্গ উঠে এসেছিল কোচ পেপ গার্দিওলার সামনে। তার মতে, এ ধরনের মুহূর্ত (ট্রেবল জয়) জীবনে একবার আসার মতো। তাই আবারও এক মৌসুমে তিন শিরোপা জেতা অসম্ভব মনে করছেন গার্দিওলা।
বার্নলির বিপক্ষে ম্যাচ দিয়ে আজ (শুক্রবার) প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করবে ম্যানসিটি। তার আগের দিন সংবাদ সম্মেলনে নতুন শুরুর কথা বললেন এই স্প্যানিশ কোচ। তিনি বলছেন, ‘সবারই একই লক্ষ্য থাকে। তবে যতটা সম্ভব উঁচুতে উঠতে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। আমাদের ফুটবল, খেলার ধরন, মানসিকতা নির্ধারণ করবে মৌসুমটি কেমন হবে।’
ট্রেবল জয়ের প্রশ্নে গার্দিওলা বলছেন, ‘গত মৌসুমে আমরা যা করেছি, এমনটা (সব সময়) করা সম্ভব নয়, এটা জীবদ্দশায় একবার করার মতো বিষয়। আমরা গত মৌসুমে (সাফল্যের) সর্বোচ্চ চূড়ায় উঠেছি, কিন্তু গত দুই দিনে সেখান থেকে নেমে এসেছি এবং এখন নতুন করে শুরু করছি।’
প্রথম কোচ হিসেবে দুইবার ট্রেবল জয়ের ইতিহাস গড়েন গুয়ার্দিওলা। প্রথমবার তিনি এই স্বাদ পেয়েছিলেন বার্সেলোনার কোচ হিসেবে। ২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা দিয়ে ম্যানসিটির যাত্রাটা হয়েছিল। ছয় মৌসুমের মধ্যে পঞ্চমবারের মতো প্রিমিয়ার লিগ জেতে তারা। এরপর এফএ কাপের ট্রফিও উঁচিয়ে ধরে দলটি। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে জিতে দ্বিতীয় ইংলিশ দল হিসেবে গড়ে ট্রেবল জয়ের কীর্তি।
এএইচএস