বিসিবি চাইলে আবারও ড্রেসিংরুমে থাকবো: সুজন
একটা সময় বাংলাদেশ দলের ড্রেসিংরুমে নিয়মিত ছিলেন খালেদ মাহমুদ সুজন। ছিলেন দলের ম্যানেজারও। তবে গত কয়েক মাস ধরেই তিনি দলের সঙ্গে নেই। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে আবারও দলের সঙ্গে থাকতে প্রস্তুত তিনি।
সুজন বলেন, 'আমি বিসিবির কর্মকর্তা না যে, এখানে আমার কাজ করতেই হবে। পাপন (বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন) স্যার যখন বলেন, তখন আসি। তাকে না বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি জানি না আমি কতটুকু দরকারি, অনেকে মতে করে আমি দরকারি না। এটা আমি বড় বিষয় ভাবি না। বোর্ড যদি চায় জাতীয় দলের ড্রেসিংরুমে থাকতে হবে- আমি থাকবো, না চাইলে না।’
গুঞ্জন রয়েছে বিশ্বকাপে আবারও বাংলাদেশের ড্রেসিংরুমে ফিরবেন সুজন। তবে কেন এখন জাতীয় দলের সঙ্গে নেই তিনি, এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘কোন কারণ নেই, আমার নিজের তো একটা জীবন আছে। আমি বিসিবিতে পরিচালক হিসেবে আছি, একটা বিভাগে প্রধান আছি সেখানে মনযোগ দিতে হয়। তো একটা সময় বিসিবি প্রধান আমাদের দায়িত্ব দিয়েছিলেন জাতীয় দলের সঙ্গে থাকার জন্য। সেখানে আমি যতটুক পেরেছি চেষ্টা করেছি। এরপর আমার নিজস্ব বা অন্য কারণে হোক এখন আমি জাতীয় দলের সঙ্গে নেই। জালাল ভাই আছেন। তবে আমি ক্রিকেট অপারেশন্সে আছি। সব মিটিংয়ে থাকি। এরপর আমার কোচিংয়ের বিষয় আছে রাজশাহীতে আর আমি নিজেও একটু অসুস্থ ছিলাম। ’