তামিমকে নিয়ে আবেগঘন বার্তা নাফিস ইকবালের
অবসর ভেঙে মাঠের ক্রিকেটে ফেরার কথা জানালেও আর অধিনায়কত্বের দায়িত্বে ফিরছেন না তামিম ইকবাল। গতকাল বৃহস্পতিবার রাতেই সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন তামিম নিজেই। বর্তমান পরিস্থিতিতে দলের কথা চিন্তা করেই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন টাইগার এই ক্রিকেটার।
এদিকে, তামিমের নেতৃত্ব ছাড়ার পর সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট দিয়েছেন ভাই নাফিস ইকবাল। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার নাফিস ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ওয়েল ডান। চিন্তাজুড়ে শুধু দেশ আর দল। আবারো আমাদের গর্বিত করেছো আমার ভাই।
Well done Bravo… All thoughts for the Country and for the Team, Once again you made us proud my brother.
Posted by Nafees Iqbal Khan on Thursday, August 3, 2023
তামিমের দেশসেরা ক্রিকেটার হওয়ার পেছনে বড় ভূমিকা ছিল ভাই নাফিস ইকবালের। শৈশবে বাবা হারানোর পর বটবৃক্ষের মতো ভাইকে আগলে রেখেছিলেন নাফিস ইকবাল। অনেকে বলে থাকেন, নাফিসও হতে পারতেন বাংলাদেশের সেরা ওপেনারদের একজন। কিন্তু অল্প বয়সে অবসর নিয়ে নেওয়ায় সেটা আর হয়নি। তবে ভাইকে ঠিকই বানিয়েছেন দেশসেরা ওপেনার।
তামিমের সঙ্গে এক ফেসবুক লাইভে নাফিসের ত্যাগের বিষয়ে মাশরাফি বলেছিলেন, ‘একটা জিনিস বলি, তোর এই পর্যন্ত আসার পেছনে তোর ভাইয়ের অবদান সবচেয়ে বেশি। তোর বাবা অন্যরকম মানুষ ছিলেন, তোর মাকেও চিনতাম, তোর চাচারাও আছেন। তবে তোর ভাইয়ের অবদান সবচেয়ে বেশি। তোর ভাই কিন্তু তোদের জন্য যে ছাড় দিয়েছে। তোর জন্য বিশেষ করে, তা অবিশ্বাস্য। তোর ভাই যা করেছে। তুই জানিস না, আমরা জানি।’
‘ওয়ান পেন্স বার্গার খাইত রে ভাই (বিদেশে খেলতে গেলে)। আমি একদিন ওরে বলেছিলাম , ‘তুই যদি শরীরেই না দিস তুই বাঁচবি কি করে আর খেলবি কি করে।’ পরে আমি বুঝেছি কেন করত। তুই যেন একটা ভাল ব্যাট দিয়ে খেলতে পারিস।’