গ্রেমিওর সঙ্গে চুক্তি বাতিল, কোথায় যাচ্ছেন সুয়ারেজ?
ইউরোপ পর্ব শেষ করে ব্রাজিলের ঘরোয়া লিগে পা রেখেছিলেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর হয়ে সাফল্যও পেয়েছেন তিনি। তবে, এবার সেই ক্লাবের সাথেই চুক্তি বাতিল করেছেন এই স্ট্রাইকার। এমন সিদ্ধান্তের পর সুয়ারেজের এমএলএস যাত্রা নিয়ে আবারও গুঞ্জন শুরু হয়েছে।
সুয়ারেজের সাথে ব্রাজিলিয়ান ক্লাবটির চুক্তি ছিল ২০২৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত। কিন্তু আকস্মিক এক সিদ্ধান্তে সেই চুক্তি থেকে সরে এসেছেন তিনি। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, ২০২৩ সালের ডিসেম্বরের পরেই ক্লাব ছেড়ে যাচ্ছেন এই স্ট্রাইকার।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে চান এই স্ট্রাইকার। ক্লাবটিতে তার বন্ধু লিওনেল মেসির সাথে জুটিবদ্ধ হতে আগ্রহী সুয়ারেজ। তবে, সেসব এখন পর্যন্ত গুঞ্জন হিসেবেই রয়ে গিয়েছে।
আরও পড়ুন: ‘কৃত্রিম হাঁটু লাগতে পারে সুয়ারেজের’
এর আগে অবশ্য সুয়ারেজ জানিয়েছিলেন, সহসাই এমএলএস এর কোন ক্লাবে যোগ দেয়ার সম্ভাবনা নেই তার। গ্রেমিওর সাথে চুক্তি শেষ করার দিকেই মনোযোগ দিচ্ছেন তিনি।
গ্রেমিওতে যোগ দেয়ার পর থেকেই নিয়মিত গোল পেয়েছেন উরুগুয়ের এই স্ট্রাইকার। ফিটনেসজনিত সমস্যা থাকলেও চলতি মৌসুমে ব্রাজিলিয়ান লিগে করেছেন ৪ গোল।
সবমিলিয়ে গ্রেমিওর জার্সিতে এখন পর্যন্ত ৩১ ম্যাচে ১৩ গোল করেছেন। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৯টি। ফর্মে থাকা এই স্ট্রাইকার আগামী বছরের শুরুতে ঠিক কোথায় যান, সেটাই এখন দেখার অপেক্ষা।
ইন্টার মায়ামি অবশ্য সুয়ারেজকে নিজেদের দলে ভেড়াতে আগ্রহী। এরইমাঝে বার্সেলোনা থেকে আনা হয়েছে মেসির সাবেক দুই সতীর্থ সার্জিও বুসকেতস এবং জর্ডি আলবাকে। নতুন মৌসুমের শুরুতে সুয়ারেজকে আনার পরিকল্পনা করে রেখেছে তারা। গ্রেমিও ছাড়ার পর ৩৬ বছর বয়েসী এই স্ট্রাইকার তাদের আহ্বানে সাড়া দেবেন বলেই ধারণা করছে একাধিক গণমাধ্যম।
জেএ