কিসের ইঙ্গিত দিলেন সৌম্য?
আসন্ন এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপের সূচি চূড়ান্ত। অপেক্ষা কেবল বাইশগজের লড়াই শুরুর। তবে তার আগে বাংলাদেশ ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে দলের সাত নম্বর পজিশন। কেননা এই পজিশনের জন্য আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার।
টিম ম্যানেজমেন্টের চিন্তা-ভাবনায় এই পজিশনের জন্য মূলত আফিফ হোসেন-মাহমুদউল্লাহ রিয়াদসহ আরো কয়েকজন ক্রিকেটার রয়েছেন। তবে সবশেষ শ্রীলঙ্কার মাটিতে ইমার্জিং এশিয়া কাপে ব্যাট-বলে অলরাউন্ড পারফর্ম করায় নতুন করে টিম ম্যানেজমেন্টের চিন্তায় রয়েছেন সৌম্য সরকার।
ক্রিকেট পাড়ায় এমন আলোচনার মধ্যে আজ শনিবার রাতে ব্যক্তিগত ফেসবুক পেইজে নিজের ছবিসহ একটি পোস্ট শেয়ার করেছেন সৌম্য। সেখানে তিনি লিখেছেন, 'মনোযোগ সবখানেই।' এমন পোস্টের অর্থ হতে পারে, আসন্ন এশিয়া কাপ বা বিশ্বকাপে মনোযোগ রয়েছে সৌম্যর।
এর আগে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সৌম্যকে দেখার জন্যই লঙ্কায় পাঠিয়েছিলেন। আর সেখানে শ্রীলঙ্কা, ওমান, আফগানিস্তান, এবং ভারতের বিপক্ষে বোলিংও করেন তিনি। প্রথম ম্যাচে স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে পাঁচ ওভারে ৫২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছিলেন সৌম্য। এরপর ৯১.৩০ স্ট্রাইকরেটে ৪৬ বলে ৪২ রান ছিল প্রথম ম্যাচে।
এরপর দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে দুই ওভার বল করলেও ব্যাটিং পাননি এই বাঁহাতি ক্রিকেটার। পরবর্তীতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে সৌম্যর অলরাউন্ড পারফর্ম চোখে পড়ে। যদিও সেমি-ফাইনাল ম্যাচে ব্যাট হাতে কেবল করেছিলেন মোটে ৫ রান। সেদিন ১১৪.২৮ স্ট্রাইকরেটে ৪২ বলে ৪৮ রান করেন তিনি। একইসঙ্গে ১০ ওভার বল করে ৬১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন।
‘এ’ দলের ম্যানেজার হিসেবে শ্রীলঙ্কায় থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন সেদিন বলেছিলেন, ‘সৌম্য পারফর্ম করায় বিকল্প বাড়ল। জাতীয় দলের লাইনআপটা বড় হলো। আসলে সৌম্য বিসিবির রাডারেই ছিল।’
এসএইচ/এইচজেএস