মেন্টর মাশরাফির আলোচনায় যা বললেন পাপন
বছর দুয়েক আগে একটি লাইভ অনুষ্ঠানে তামিম ইকবাল বলেছিলেন, ২০২৩ বিশ্বকাপে মাশরাফি বিন মুতর্জাকে মেন্টর হিসেবে দলে চান। কিছুদিন আগে সেই ইচ্ছার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও তুলে ধরেছেন তামিম। প্রধানমন্ত্রী তাতে সায়ও দিয়েছিলেন। এবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ বিষয়ে মুখ খুললেন।
আজ রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাশরাফির মেন্টর হওয়ার আলোচনা নিয়ে তিনি বলেন, ‘এসব এখন বলার কোনো সুযোগই নেই। বিশেষ করে ওখানে (গণভবনে) যে আলাপ হয়েছে, ওখানেই থাকুক। এসব নিয়ে বাইরে আলাপ করার কোনো প্রশ্নই আসে না।’
সপ্তাহখানেক আগে ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস মাশরাফির মেন্টর হওয়া প্রসঙ্গে বলেছিলেন, ‘এখন সিদ্ধান্ত তো বোর্ডের। মাশরাফি একজন সংসদ সদস্য। সাবেক অধিনায়ক। সে তো আসার কথা। আনুষ্ঠানিকভাবে আসুক আমাদের কাছে। সে ভালো অধিনায়ক, গুড লিডার। বোর্ডে আসলে আমরা আলাপ করব।’
এর আগে বিশ্বকাপে মাশরাফির মেন্টর থাকার বিষয়টি জানিয়ে দেশের প্রথম সারির এক গণমাধ্যমকে তামিম বলেছিলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি, মাশরাফি ভাইকে বিশ্বকাপের সময় এক-দেড় মাসের ছুটি দিন। আমরা তাকে বিশ্বকাপে মেন্টর হিসেবে পেতে চাই। প্রধানমন্ত্রী তখনই হেসে বলেছেন, 'অবশ্যই মাশরাফি যাবে।' মাশরাফি ভাইকেও তিনি প্রস্তুত থাকতে বলেছেন।’
তামিমের এমন চাওয়া প্রসঙ্গে সেই গণমাধ্যমকে মাশরাফি বলেছিলেন, ‘দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যদি নির্দেশ দেন, তাহলে তো সেটা অবশ্যই মানতে হবে। কিছু করার নেই। তিনি আমাকে বলেছেন ভাবতে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, দল ঠিক আছে। এখানে বাড়তি কোনো কিছুর প্রয়োজন নেই। তারপরও সময় হলে দেখা যাবে।'
এসএইচ/এফআই